ঢাকা   ১৫ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ । ৩০শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ

তোমার আমার স্মৃতি এসবেই বেঁচে থাক

প্রতিবেদকের নাম
  • প্রকাশিত : মঙ্গলবার, অক্টোবর ১৩, ২০২০
  • 112 শেয়ার
আশরাফুল ইসলাম

আমি তো সেই পতিত জমি
সারা বছর ধরে যা থাকে অনুর্বর
শত কর্ষণেও ফলে না ফসল
শুধু ঘাম ঝরে কৃষকের নিস্ফল।
আমি তো সেই চন্দ্রালোক
যার আলোতে তুমি আমি
করেছি ভালোবাসায় অবগাহন
হঠাৎই কেন তা ভরে গেল ঘোর আমাবশ্যায়
সবই তো আছে আগের মতন শুধু তুমি নাই
তাহলে কি খাঁদ ছিলো ভালোবাসায়।
আমি তো সেই কৃষ্ণচূড়া
যেখানে দাঁড়িয়ে হাতে হাত রেখে
বলেছিলে তুমি ভালোবাসি তোমায়
কালের সাক্ষী হয়ে আছি আজো
নিজেকে নিজে বড্ড বেশি কাঁদায়।
আমি তো সেই নদী
তোমার আমার প্রেমের তরী যেখানে চলতো নিরবধি
তুমি নাই তাই কেবলই সেখানে ভাটা
আনমনে আজো একাকী আমার
ধূঁ ধূঁ বালু চরে হাঁটা।
আমি তো সেই বাগান
ফুলে ফলে শুশোভিত ছড়াতো যা মিষ্টি সুবাস
এখন সেখানে বিরহী ঝিঁ ঝিঁ পোকার ডাক
তোমার আমার পুরানো সব স্মৃতি
এসবেই বেঁচে থাক।

-আশরাফুল ইসলাম

এ সম্পর্কিত আরো সংবাদ
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০