তোমার আমার স্মৃতি এসবেই বেঁচে থাক
Dainik Business File: অক্টোবর ১৩, ২০২০
আমি তো সেই পতিত জমি সারা বছর ধরে যা থাকে অনুর্বর শত কর্ষণেও ফলে না ফসল শুধু ঘাম ঝরে কৃষকের নিস্ফল। আমি তো সেই চন্দ্রালোক যার আলোতে তুমি আমি করেছি ভালোবাসায় অবগাহন হঠাৎই কেন তা ভরে গেল ঘোর আমাবশ্যায় সবই তো আছে আগের মতন শুধু তুমি নাই তাহলে কি খাঁদ ছিলো ভালোবাসায়। আমি তো সেই কৃষ্ণচূড়া যেখানে দাঁড়িয়ে হাতে হাত রেখে বলেছিলে তুমি ভালোবাসি তোমায় কালের সাক্ষী হয়ে আছি আজো নিজেকে নিজে বড্ড বেশি কাঁদায়। আমি তো সেই নদী তোমার আমার প্রেমের তরী যেখানে চলতো নিরবধি তুমি নাই তাই কেবলই সেখানে ভাটা আনমনে আজো একাকী আমার ধূঁ ধূঁ বালু চরে হাঁটা। আমি তো সেই বাগান ফুলে ফলে শুশোভিত ছড়াতো যা মিষ্টি সুবাস এখন সেখানে বিরহী ঝিঁ ঝিঁ পোকার ডাক তোমার আমার পুরানো সব স্মৃতি এসবেই বেঁচে থাক। -আশরাফুল ইসলামসম্পাদক- অভি চৌধুরী।
যোগাযোগ: ৫১/৫১/এ রিসোর্সফুল পল্টন সিটি (লেভেল-৩), স্যুট-৪০৫, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
ফোন:০২-২২৩৩৫৭০৭৩ মোবাইল: ০১৭১১-৫২০০৪৬, ০১৮১৯-২২৬১৬০। ই-মেইল: dainikbusinessfile@gmail.com