ঢাকা   ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ । ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
শিরোনাম :
শেখ হাসিনার বিরুদ্ধে ইন্টারপোলের রেড নোটিশ জারি আমাদের বলার জায়াগা নেই….. বাংলাদেশ আমি তোমাকে ভালোবাসি: রাহাত ফতেহ আলী খান জনপ্রশাসন মন্ত্রণালয়ের সামনে প্রশাসন ক্যাডারদের অবস্থান আইনজীবী আলিফ হত্যা : তদন্ত কমিটির সব সদস্যের পদত্যাগ দ্রুততম সময়ে নির্বাচনের পক্ষে বিএনপি ও সমমনারা নারী অনূর্ধ্ব-১৯ টি-টোয়েন্টি এশিয়া কাপ: ভারতের কাছে হেরে স্বপ্নভঙ্গ বাংলাদেশের ৩০০ মিলিয়ন ডলার পাচার: শেখ হাসিনা ও জয়ের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান শুরু হোটেল পূর্বানিতে বারভিডা’র জমজমাট নির্বাচন-২০২৪ অনুষ্ঠিত পাইপ ও টিউবওয়েল এসো. নির্বাচন: সমমনা পরিষদ প্রার্থীরাই বিজয়ী হবে ইনশাআল্লাহ

আমাদের বলার জায়াগা নেই…..

প্রতিবেদকের নাম
  • প্রকাশিত : রবিবার, ডিসেম্বর ২২, ২০২৪
  • 9 শেয়ার

বিজনেস ফাইল ডেস্ক
আমরা যারা ব‍্যবসার সাথে প্রত্যক্ষভাবে জড়িত তাঁরা বুঝতেছি আমাদের ব‍্যবসা এগিযে নিতে কত কষ্ট হচ্ছে, আমাদের স্টীল ব‍্যবসা জানুয়ারি থেকে লোকসানের ঘানি টানছি। কেজি প্রতি ১৫-২০ টাকা লোকসান করছি।
একজন স্টীল ব্যবসায়ী জানান এসব কথা। তিনি কারণ হিসেবে কয়েকটি বিষয় উল্লেখ্য করেন। যার মধ্যে (১) ডলার দাম ১২৭-১৩০ টাকা ছুঁই ছুঁই; (২) ব‍্যাংকের সুদের হার বেড়ে চলছে; (৩) কম দামে মাল ক্রয় কিন্তু পোর্ট এর Assessment value বেশী; (৪) ব‍্যাংক লেনদেনে উপর আয় কর রিটার্ন দাখিল এর সময় ব‍্যবসার লাভ ধরে আয় ব্যয় নির্ধারণ করা হয়; (৫) ভ‍্যটের জুলুম কিছুটা কমছে, আর যখন তখন হামলা দিচ্ছে না। কিন্তু কিছু আইন পরিবর্তন করা দরকার; (৬) ফায়ার সার্ভিসের নতুন ধান্দা সেফটি প‍্যালান্ট করতে হবে না হলে মোটা টাকা দাবি পরিদর্শকের; (৭) পরিবেশে তো মেশিনের শব্দের গুনগত মান নিয়ন্ত্রণ এর পরীক্ষা নামে টাকা আদায় এই আইন পরিবর্তন না করলে কর্মকর্তাদের লাভ বেশী, এই আইন রাখতে হলে সচিবালয়ের এলাকার রাস্তায় আগে শব্দ নিয়ন্ত্রন আইন কার্যকর করতে হবে এবং (৮) কল কারখানা অধিদপ্তরে লভাংশের ৫% শ্রমিক-কল্যাণ অধিদপ্তরের টাকা জমা দিতে হবে, না হলে বড় ধরনের উৎকোচ দিতে হবে।
তিনি বলেন, এত কিছু করে ব‍্যবসা বা উৎপাদন ব‍্যবসা চালানো অনেক কষ্টকর। নতুন কর্মসংস্থান করা জটিল হয়ে পরছে। ব‍্যবসায়ীদের সংগঠন এফবিসিসিআই থেকে বলার কোন নেতা নেই। সংস্কারে নামে প্রশাসকের রাজত্বে আমরা দিশাহারা।
…কে বলবে আমাদের কথা, আমরা অসহায়…!

এ সম্পর্কিত আরো সংবাদ
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০