আমাদের বলার জায়াগা নেই…..

Dainik Business File: ডিসেম্বর ২২, ২০২৪

আমাদের বলার জায়াগা নেই….. বিজনেস ফাইল ডেস্ক আমরা যারা ব‍্যবসার সাথে প্রত্যক্ষভাবে জড়িত তাঁরা বুঝতেছি আমাদের ব‍্যবসা এগিযে নিতে কত কষ্ট হচ্ছে, আমাদের স্টীল ব‍্যবসা জানুয়ারি থেকে লোকসানের ঘানি টানছি। কেজি প্রতি ১৫-২০ টাকা লোকসান করছি। একজন স্টীল ব্যবসায়ী জানান এসব কথা। তিনি কারণ হিসেবে কয়েকটি বিষয় উল্লেখ্য করেন। যার মধ্যে (১) ডলার দাম ১২৭-১৩০ টাকা ছুঁই ছুঁই; (২) ব‍্যাংকের সুদের হার বেড়ে চলছে; (৩) কম দামে মাল ক্রয় কিন্তু পোর্ট এর Assessment value বেশী; (৪) ব‍্যাংক লেনদেনে উপর আয় কর রিটার্ন দাখিল এর সময় ব‍্যবসার লাভ ধরে আয় ব্যয় নির্ধারণ করা হয়; (৫) ভ‍্যটের জুলুম কিছুটা কমছে, আর যখন তখন হামলা দিচ্ছে না। কিন্তু কিছু আইন পরিবর্তন করা দরকার; (৬) ফায়ার সার্ভিসের নতুন ধান্দা সেফটি প‍্যালান্ট করতে হবে না হলে মোটা টাকা দাবি পরিদর্শকের; (৭) পরিবেশে তো মেশিনের শব্দের গুনগত মান নিয়ন্ত্রণ এর পরীক্ষা নামে টাকা আদায় এই আইন পরিবর্তন না করলে কর্মকর্তাদের লাভ বেশী, এই আইন রাখতে হলে সচিবালয়ের এলাকার রাস্তায় আগে শব্দ নিয়ন্ত্রন আইন কার্যকর করতে হবে এবং (৮) কল কারখানা অধিদপ্তরে লভাংশের ৫% শ্রমিক-কল্যাণ অধিদপ্তরের টাকা জমা দিতে হবে, না হলে বড় ধরনের উৎকোচ দিতে হবে। তিনি বলেন, এত কিছু করে ব‍্যবসা বা উৎপাদন ব‍্যবসা চালানো অনেক কষ্টকর। নতুন কর্মসংস্থান করা জটিল হয়ে পরছে। ব‍্যবসায়ীদের সংগঠন এফবিসিসিআই থেকে বলার কোন নেতা নেই। সংস্কারে নামে প্রশাসকের রাজত্বে আমরা দিশাহারা। ...কে বলবে আমাদের কথা, আমরা অসহায়...!

সম্পাদক- অভি চৌধুরী।

যোগাযোগ: ৫১/৫১/এ রিসোর্সফুল পল্টন সিটি (লেভেল-৩), স্যুট-৪০৫, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
ফোন:০২-২২৩৩৫৭০৭৩ মোবাইল: ০১৭১১-৫২০০৪৬, ০১৮১৯-২২৬১৬০। ই-মেইল: dainikbusinessfile@gmail.com