আব্দুল্লাহ আল মামুন, ফেনী
পবিত্র রমজান মাসে বাজার মনিটরিংয়ের অংশ হিসেবে ফেনী জেলার সদরে মোবাইল কোর্ট পরিচালিত হয়েছে। রবিবার (৯ মার্চ) ফেনী জেলার বিভিন্ন বাজারে পরিচালিত মোট ৬ টি অভিযানে ১৫ টি মামলা দায়ের করা হয়। ১৫ জনকে বিভিন্ন পরিমাণ অর্থদন্ড প্রদান করা হয়। অভিযানে মোট ৫১ হাজার ৫০০ টাকা জরিমানা আদায় করা হয়েছে। জেলা প্রশাসনের নেতৃত্বে পরিচালিত এ অভিযানে সার্বিক সহযোগিতা করেন জেলা পুলিশ ও বিভিন্ন থানার পুলিশ সদস্য, আনসার সদস্য এবং স্থানীয় ব্যবসায়ী নেতৃবৃন্দ।
ফেনী জেলা প্রশাসনের পক্ষ থেকে দৈনিক বিজনেস ফাইল কে জানানো হয়েছে,বাজারে পন্যের সরবরাহ ব্যবস্থা স্বাভাবিক রাখা ও নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম সহনীয় রাখতে এই অভিযান পরিচালিত হচ্ছে। অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে ভবিষ্যতেও এ ধরনের কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে।