ফেনীতে মোবাইল কোর্টের অভিযানে ১৫ মামলা, জরিমানা ৫১ হাজার ৫০০ টাকা

Dainik Business File: মার্চ ১১, ২০২৫

ফেনীতে মোবাইল কোর্টের অভিযানে ১৫ মামলা, জরিমানা ৫১ হাজার ৫০০ টাকা আব্দুল্লাহ আল মামুন, ফেনী পবিত্র রমজান মাসে বাজার মনিটরিংয়ের অংশ হিসেবে ফেনী জেলার সদরে মোবাইল কোর্ট পরিচালিত হয়েছে। রবিবার (৯ মার্চ) ফেনী জেলার বিভিন্ন বাজারে পরিচালিত মোট ৬ টি অভিযানে ১৫ টি মামলা দায়ের করা হয়। ১৫ জনকে বিভিন্ন পরিমাণ অর্থদন্ড প্রদান করা হয়। অভিযানে মোট ৫১ হাজার ৫০০ টাকা জরিমানা আদায় করা হয়েছে। জেলা প্রশাসনের নেতৃত্বে পরিচালিত এ অভিযানে সার্বিক সহযোগিতা করেন জেলা পুলিশ ও বিভিন্ন থানার পুলিশ সদস্য, আনসার সদস্য এবং স্থানীয় ব্যবসায়ী নেতৃবৃন্দ। ফেনী জেলা প্রশাসনের পক্ষ থেকে দৈনিক বিজনেস ফাইল কে জানানো হয়েছে,বাজারে পন্যের সরবরাহ ব্যবস্থা স্বাভাবিক রাখা ও নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম সহনীয় রাখতে এই অভিযান পরিচালিত হচ্ছে। অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে ভবিষ্যতেও এ ধরনের কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে।

সম্পাদক- অভি চৌধুরী।

যোগাযোগ: ৫১/৫১/এ রিসোর্সফুল পল্টন সিটি (লেভেল-৩), স্যুট-৪০৫, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
ফোন:০২-২২৩৩৫৭০৭৩ মোবাইল: ০১৭১১-৫২০০৪৬, ০১৮১৯-২২৬১৬০। ই-মেইল: dainikbusinessfile@gmail.com