ঢাকা   ১৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ । ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
শিরোনাম :
বালু খেকোদের অভয়ারণ্য বাজিতপুরের দিলালপুর কুমারখালীতে বর্ণাঢ্য আয়োজনে তারুণ্যের উৎসব উদযাপন ফায়ার সার্ভিসের ছয় কর্মকর্তার পদোন্নতি আগামী ১৮ জানুয়ারি সোনারগায়ে মাসব্যাপী লোকজ মেলা শুরু ভালুকায় দুর্ধর্ষ ডাকাতি, টাকা-সোনা লুট কেরানীগঞ্জে ৩০০ বছরের পুরনো ঐতিহ্যবাহী পৌষ সংক্রান্তি মেলা, রক্ষাকালী মায়ের বাৎসরিক পূজা ও ঘুড়ি উৎসব নিকলী উপজেলা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন: সভাপতি মিঠু, সম্পাদক হেলিম বিআইএ নির্বাচন: উৎসবমুখর পরিবেশে চলছে মনোনয়নপত্র দৈনিক বিজনেস ফাইল ই-পেপার (বুধবার, ১৫ জানুয়ারি ২০২৫) শতাধিক পণ্য ও সেবার উপর মূল্য সংযোজন কর সম্পূরক শুল্ক বৃদ্ধি করায় বৈষম্যবিরোধী সংস্কার পরিষদের সংবাদ সম্মেলন

রায়পুরায় ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানে আহত ও শহীদদের স্মরণে সভা দোয়া মাহফিল

প্রতিবেদকের নাম
  • প্রকাশিত : বৃহস্পতিবার, নভেম্বর ২৮, ২০২৪
  • 55 শেয়ার

মোঃ দিদার মিয়া, নিজস্ব প্রতিবেদক
নরসিংদী রায়পুরায় ২০২৪ সালের জুলাই-আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে আহত ও শহিদদের স্মরণে তাদের পরিবারের সদস্যদের উপস্থিতিতে স্মরণ সভার আয়োজন করে রায়পুরা উপজেলা প্রশাসন। গতকাল বুধবার (২৭ নভেম্বর) বিকেলে উপজেলা হলরুমে এ স্মরণ সভার আয়োজন করা হয়।
স্মরণ সভায় সভাপতিত্ব করেন রায়পুরা উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক মো. ইকবাল হাসান।
এসময় উপজেলা সহকারী কমিশনার ভূমি শফিকুল ইসলামের সঞ্চালনায় স্মরণ সভায় বক্তব্য রাখেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোহাম্মদ সামালগীর আলম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা খান নূরউদ্দিন মোহাম্মদ জাহাঙ্গীর, থানার অফিসার ইনচার্জ আব্দুল জব্বার, সাবেক পৌর মেয়র আব্দুল কুদ্দুছ মিয়া, উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক ও রায়পুরা প্রেসক্লাবের সভাপতি মো. ফরিদ উদ্দিন, উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক নাজমুল হক মোহন, পৌর বিএনপি সভাপতি ইদ্রিস আলী মুন্সী, উপজেলা বিএনপি যুবদলের আহবায়ক আলফাজ উদ্দিন মিঠু, উপজেলা যুবদলের সদস্য সচিব নুর আহমেদ মানিক, পৌর বিএনপি সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম পলাশ প্রমুখ।
এসময় আরও বক্তব্য রাখেন, জামায়াতে ইসলামী রায়পুরা শাখার আমির মাওলানা জাহাঙ্গীর আলম, জামায়াতে ইসলামী রায়পুরা শাখার সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন সহ আহত ব্যক্তি ও শহীদদের পরিবারের লোকজন। পরে ছাত্র জনতার গণঅভ্যুত্থানে আহত ও নিহত শহীদদের আত্মার মাগফেরাতের জন্য দোয়া ও মোনাজাত করা হয়।

এ সম্পর্কিত আরো সংবাদ
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০