রায়পুরায় ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানে আহত ও শহীদদের স্মরণে সভা দোয়া মাহফিল
Dainik Business File: নভেম্বর ২৮, ২০২৪
মোঃ দিদার মিয়া, নিজস্ব প্রতিবেদক নরসিংদী রায়পুরায় ২০২৪ সালের জুলাই-আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে আহত ও শহিদদের স্মরণে তাদের পরিবারের সদস্যদের উপস্থিতিতে স্মরণ সভার আয়োজন করে রায়পুরা উপজেলা প্রশাসন। গতকাল বুধবার (২৭ নভেম্বর) বিকেলে উপজেলা হলরুমে এ স্মরণ সভার আয়োজন করা হয়। স্মরণ সভায় সভাপতিত্ব করেন রায়পুরা উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক মো. ইকবাল হাসান। এসময় উপজেলা সহকারী কমিশনার ভূমি শফিকুল ইসলামের সঞ্চালনায় স্মরণ সভায় বক্তব্য রাখেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোহাম্মদ সামালগীর আলম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা খান নূরউদ্দিন মোহাম্মদ জাহাঙ্গীর, থানার অফিসার ইনচার্জ আব্দুল জব্বার, সাবেক পৌর মেয়র আব্দুল কুদ্দুছ মিয়া, উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক ও রায়পুরা প্রেসক্লাবের সভাপতি মো. ফরিদ উদ্দিন, উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক নাজমুল হক মোহন, পৌর বিএনপি সভাপতি ইদ্রিস আলী মুন্সী, উপজেলা বিএনপি যুবদলের আহবায়ক আলফাজ উদ্দিন মিঠু, উপজেলা যুবদলের সদস্য সচিব নুর আহমেদ মানিক, পৌর বিএনপি সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম পলাশ প্রমুখ। এসময় আরও বক্তব্য রাখেন, জামায়াতে ইসলামী রায়পুরা শাখার আমির মাওলানা জাহাঙ্গীর আলম, জামায়াতে ইসলামী রায়পুরা শাখার সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন সহ আহত ব্যক্তি ও শহীদদের পরিবারের লোকজন। পরে ছাত্র জনতার গণঅভ্যুত্থানে আহত ও নিহত শহীদদের আত্মার মাগফেরাতের জন্য দোয়া ও মোনাজাত করা হয়।সম্পাদক- অভি চৌধুরী।
যোগাযোগ: ৫১/৫১/এ রিসোর্সফুল পল্টন সিটি (লেভেল-৩), স্যুট-৪০৫, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
ফোন:০২-২২৩৩৫৭০৭৩ মোবাইল: ০১৭১১-৫২০০৪৬, ০১৮১৯-২২৬১৬০। ই-মেইল: dainikbusinessfile@gmail.com