মানিকগঞ্জ থেকে মোঃ বজলুর রহমান
মানিকগঞ্জ শহরে বাস টার্মিনাল থেকে শুরু করে বিভিন্ন অলিগলিতে চাঁদাবাজিরা আখড়া গেরে বসেছিল । তারা দীর্ঘদিন যাবত অটো রিক্সা থেকে শুরু করে বাস ট্রাক থেকেও চাঁদা আদায় করতো । এছাড়াও ঈদ, বিভিন্ন দিবস ও উৎসব কে কেন্দ্র করে বিভিন্ন জায়গা থেকে চাঁদা আদায়ের অন্ত ছিল না ।
সাম্প্রতিক সরকার বদলের সাথে সাথে চাঁদাবাজিরা গা ঢাকা দেয় ।
আজ রোববার ১১ আগস্ট ২০২৪ ইং বৈষম্য ছাত্র আন্দোলনের ছাত্র সেনারা ট্রাফিক দায়িত্ব পালনের সময় সন্দেহমূলক এক ছেলেকে আটক করে । পরিচয় দেয় নেতা জাহিদের আপন ভাগিনা নাম মামুন হোসেন। আটককালে সে ছাত্রদের জানায়, তার মামা জাহিদ হোসেন মানিকগঞ্জ পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সব কিছু নিয়ন্ত্রণ করতো । তারই আদেশে সকল নথিপত্র বস্তায় ভরে গোপন করার উদ্দেশ্যে বাড়িতে নেওয়ার সময় ছাত্রদের হাতে আটক হয় ।
বাংলাদেশ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ছাত্রসেনা মোঃ রাশেদুল ইসলাম জানান, আমরা রাস্তায় ট্রাফিকের দায়িত্ব পালন করতে ছিলাম । এমন সময় রিক্সায় বস্তা ভর্তি ফাইল ও কাগজপত্র দেখে সন্দেহ হলে তাকে থামাতে বলি । বস্তা খুলে দেখা যায়, ভিতরে অনেক চাঁদাবাজির রশিদ ও নথিপত্র । এ সম্পর্কে মামুনকে জিজ্ঞাসা করলে সে ভয়ে সবকিছু খুলে বলে । সাধারণ জনতার ভিড় ও ছাত্রসমাজ ক্ষিপ্ত হওয়ার আগেই তাকে মানিকগঞ্জ আর্মি ক্যাম্পে দিয়ে আসা হয় ।
আমাদের দাবি মানিকগঞ্জ শহরসহ জেলার কোথাও কোন প্রকার চাঁদাবাজিদেরকে ছাড় দেওয়া হবে না । সকল চাঁদাবাজ ও এর মূল হোতাদেরকে বিচারের কাঠগড়ায় আনতে হবে ।