মানিকগঞ্জে চাঁদাবাজের নথিপত্র গোপনের সময় ছাত্রদের হাতে আটক, মানিকগঞ্জ আর্মি ক্যাম্পে সোপর্দ

Dainik Business File: আগস্ট ১১, ২০২৪

মানিকগঞ্জে চাঁদাবাজের নথিপত্র গোপনের সময় ছাত্রদের হাতে আটক, মানিকগঞ্জ আর্মি ক্যাম্পে সোপর্দ মানিকগঞ্জ থেকে মোঃ বজলুর রহমান মানিকগঞ্জ শহরে বাস টার্মিনাল থেকে শুরু করে বিভিন্ন অলিগলিতে চাঁদাবাজিরা আখড়া গেরে বসেছিল । তারা দীর্ঘদিন যাবত অটো রিক্সা থেকে শুরু করে বাস ট্রাক থেকেও চাঁদা আদায় করতো । এছাড়াও ঈদ, বিভিন্ন দিবস ও উৎসব কে কেন্দ্র করে বিভিন্ন জায়গা থেকে চাঁদা আদায়ের অন্ত ছিল না । সাম্প্রতিক সরকার বদলের সাথে সাথে চাঁদাবাজিরা গা ঢাকা দেয় । আজ রোববার ১১ আগস্ট ২০২৪ ইং বৈষম্য ছাত্র আন্দোলনের ছাত্র সেনারা ট্রাফিক দায়িত্ব পালনের সময় সন্দেহমূলক এক ছেলেকে আটক করে । পরিচয় দেয় নেতা জাহিদের আপন ভাগিনা নাম মামুন হোসেন। আটককালে সে ছাত্রদের জানায়, তার মামা জাহিদ হোসেন মানিকগঞ্জ পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সব কিছু নিয়ন্ত্রণ করতো । তারই আদেশে সকল নথিপত্র বস্তায় ভরে গোপন করার উদ্দেশ্যে বাড়িতে নেওয়ার সময় ছাত্রদের হাতে আটক হয় । বাংলাদেশ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ছাত্রসেনা মোঃ রাশেদুল ইসলাম জানান, আমরা রাস্তায় ট্রাফিকের দায়িত্ব পালন করতে ছিলাম । এমন সময় রিক্সায় বস্তা ভর্তি ফাইল ও কাগজপত্র দেখে সন্দেহ হলে তাকে থামাতে বলি । বস্তা খুলে দেখা যায়, ভিতরে অনেক চাঁদাবাজির রশিদ ও নথিপত্র । এ সম্পর্কে মামুনকে জিজ্ঞাসা করলে সে ভয়ে সবকিছু খুলে বলে । সাধারণ জনতার ভিড় ও ছাত্রসমাজ ক্ষিপ্ত হওয়ার আগেই তাকে মানিকগঞ্জ আর্মি ক্যাম্পে দিয়ে আসা হয় । আমাদের দাবি মানিকগঞ্জ শহরসহ জেলার কোথাও কোন প্রকার চাঁদাবাজিদেরকে ছাড় দেওয়া হবে না । সকল চাঁদাবাজ ও এর মূল হোতাদেরকে বিচারের কাঠগড়ায় আনতে হবে ।

সম্পাদক- অভি চৌধুরী।

যোগাযোগ: ৫১/৫১/এ রিসোর্সফুল পল্টন সিটি (লেভেল-৩), স্যুট-৪০৫, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
ফোন:০২-২২৩৩৫৭০৭৩ মোবাইল: ০১৭১১-৫২০০৪৬, ০১৮১৯-২২৬১৬০। ই-মেইল: dainikbusinessfile@gmail.com