সিলেট প্রতিনিধি
সিলেটের লামাবাজারের নোয়াপাড়ার বিশিষ্ট ব্যবসায়ী প্রয়াত সুরেষ চন্দ্র ঘোষ এর সহধর্মিণী মনি বালা ঘোষ গত শুক্রবার (২৯ নভেম্বর) দিবাগত রাত আনুমানিক ১:২০ মিনিটে গমন করেছেন। তিনি আত্মীয় স্বজনসহ সকল গুনগাহী রেখে গেছেন। উনার চার ছেলেই সিলেটের বিভিন্ন সামাজিক কর্মকান্ডে সম্পৃক্ত। এছাড়া এ পরিবারের সকলই এই নগরীর পরিচিত মুখ। গত শনিবার সকালে চালিবন্দরস্থ শ্মশান ঘাটে ও উনার সৎকাজে বিপুল সংখ্যক লোকজন সমাবেত হয়ে উনাদের মমতাময়ী মাকে শেষ বিদায় জানান এবং উনার বিদেহী আত্মার চিরশান্তির তরে প্রার্থনাই করেন।
এসময় উনার ছেলেরা সমীর ঘোষ, মিহির ঘোষ, মিন্টু ঘোষ ও টিটু ঘোষ উপস্থিত সবাইকে কৃতজ্ঞতা জানান।