বিশিষ্ট ব্যবসায়ী প্রয়াত সুরেষ চন্দ্র ঘোষের সহধর্মিণী মনি বালা ঘোষের পরলোক গমন

Dainik Business File: ডিসেম্বর ৪, ২০২৪

বিশিষ্ট ব্যবসায়ী প্রয়াত সুরেষ চন্দ্র ঘোষের সহধর্মিণী মনি বালা ঘোষের পরলোক গমন সিলেট প্রতিনিধি সিলেটের লামাবাজারের নোয়াপাড়ার বিশিষ্ট ব্যবসায়ী প্রয়াত সুরেষ চন্দ্র ঘোষ এর সহধর্মিণী মনি বালা ঘোষ গত শুক্রবার (২৯ নভেম্বর) দিবাগত রাত আনুমানিক ১:২০ মিনিটে গমন করেছেন। তিনি আত্মীয় স্বজনসহ সকল গুনগাহী রেখে গেছেন। উনার চার ছেলেই সিলেটের বিভিন্ন সামাজিক কর্মকান্ডে সম্পৃক্ত। এছাড়া এ পরিবারের সকলই এই নগরীর পরিচিত মুখ। গত শনিবার সকালে চালিবন্দরস্থ শ্মশান ঘাটে ও উনার সৎকাজে বিপুল সংখ্যক লোকজন সমাবেত হয়ে উনাদের মমতাময়ী মাকে শেষ বিদায় জানান এবং উনার বিদেহী আত্মার চিরশান্তির তরে প্রার্থনাই করেন। এসময় উনার ছেলেরা সমীর ঘোষ, মিহির ঘোষ, মিন্টু ঘোষ ও টিটু ঘোষ উপস্থিত সবাইকে কৃতজ্ঞতা জানান।

সম্পাদক- অভি চৌধুরী।

যোগাযোগ: ৫১/৫১/এ রিসোর্সফুল পল্টন সিটি (লেভেল-৩), স্যুট-৪০৫, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
ফোন:০২-২২৩৩৫৭০৭৩ মোবাইল: ০১৭১১-৫২০০৪৬, ০১৮১৯-২২৬১৬০। ই-মেইল: dainikbusinessfile@gmail.com