ঢাকা   ১৫ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ । ৩০শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ

বাংলাদেশের জায়নবাদী আগ্রাসনঃ আমাদের করণীয় ” শীর্ষক” আলোচনা সভা অনুষ্ঠিত

প্রতিবেদকের নাম
  • প্রকাশিত : বুধবার, অক্টোবর ৯, ২০২৪
  • 49 শেয়ার

নিজস্ব প্রতিনিধি
গতকাল মঙ্গলবার (৮ অক্টোবর ২০১৪) জাতীয় প্রেসক্লাবে জোহুর হোসেন চৌধুরী হলে সকাল ১০ টায় ইন্তি ফাদা ফাউন্ডেশন কর্তৃক বাংলাদেশে জায়নবাদী আগ্রাসনঃআমাদের করণীয় শীর্ষক আলোচনা সভা আয়োজন করা হয়।
উক্ত সভায় সভাপতিত্ব করেন মুহাইমিনুল হাসান রিয়াদ, বাংলাদেশি কোঅর্ডিনেটরঃফিলিস্তিন ওলামা পরিষদ, প্রেসিডেন্টঃ ইন্তিফাদা ফাউন্ডেশন।
উক্ত মঞ্চে আরও উপস্থিত ছিলেন সৈয়দ শামসুল হুদা, সম্পাদক মাফুজ খন্দকার, ডাক্তার শফিকুল ইসলাম মাসুদ, জামায়াত ইসলামের সাধারণ সম্পাদক, ঢাকা মহানগর দক্ষিণ এবং আরো অনেকে। তাদের আলোচনায় ফুটে উঠে তুফানে আকসা, বাংলাদেশে জায়নবাদী আগ্রাসন ও এই আগ্রাসন প্রতিরোধে আমাদের করণীয় বিষয় সমূহ।গাজ্জা তথা ফিলিস্তিনের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা, মসজিদে আকসার বিকৃতি প্রতিহত করা,ফিলিস্তিনি জনগণের উপর চলমান গুম খুন গণহত্যা ধর্ষণ দখলদারিত্বের প্রতিবাদে গর্জে ওঠা এক আত্মরক্ষা ও প্রতিরোধমূলক সশস্ত্র অপারেশনের নাম তুফানে আকসা।ফিলিস্তিনিদের উপর বিভিন্ন অন্যায় অত্যাচারে দেয়ালে পিঠ ঠেকে যায় ফিলিস্তিনিবাসীর তখন সময়ের এই প্রতিরোধী দাবি জন্ম দিয়েছে তুফানে আকসার।তাদের আলোচনায় আগ্রাসন বলতে আমার বাংলাদেশে জায়নোবাদীদের পক্ষে কিছু ঘটনা প্রভাহকে বুঝি।বাংলাদেশে জায়নবাদী আগ্রাসনের বিভিন্ন বিষয়ে তারা আলোকপাত করেন এবং এই আগ্রাসন প্রতিরোধের জন্য বিভিন্ন বিষয় নিয়ে তারা আলোচনায় পরিষ্কারভাবে ধারণা দেন। এবং পরিশেষে মহান রবের কাছে আমাদের সকল কর্মতৎপরতাকে মসজিদে আকসা ও ফিলিস্তিন মুক্তির জিহাদ হিসেবে কবুল করার কথা বলেন।

এ সম্পর্কিত আরো সংবাদ
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০