নবীনগর নোয়াগাঁও বাজারে সরকারি বিএডিসি’র ডেপ সার ছিনতাই হওয়া কার্গো প্রশাসন কর্তৃক জব্দ
দৈনিক বিজনেস ফাইল: October 12, 2025
মোহাম্মাদ হেদায়েতুল্লাহ্ - নবীনগর ব্রাহ্মণবাড়ীয়া প্রতিনিধি:
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার কাইতলা উত্তর ইউনিয়নের নোয়াগাঁও বাজারে সরকারি বিএডিসি'র ডেপ সার ছিনতাই করে নিয়ে বিক্রয় করার সময় প্রশাসনের হাতে আটক করা হয়।
গতকাল সন্ধায় সার বোঝাইবাহী কার্গো জাহাজটিকে মোবাইলের লোকেশন ট্র্যাকিং করে নরসিংদী রায়পুরা থানার নৌ পুলিশ জব্দ করে।
জানা যায়,সরকারি ৬৩৪০টি বস্তা ডেপ সার নিয়ে একটি কার্গো জাহাজ মুন্সিগঞ্জ থেকে মেঘনা নদী দিয়ে সুনামগঞ্জের সরকারি গুদামের উদ্দ্যেশ্যে নেওয়ার সময় নরসিংদী রায়পুরা এলাকায় কার্গোর ৬ জন নাবিককে হাত-পা বেধে নদীর পাড়ে ফেলে দিয়ে কার্গো জাহাজটিকে ছিনতাই করে নিয়ে আসে।
পরে কাইতলা উত্তর ইউনিয়নের নারুই
শিবনগর ও নোয়াগাঁও বাজারে এসব ডেপ সারগুলোকে বিভিন্ন ডিলারদের কাছে বিক্রয় করতে থাকলে আইনশৃঙ্খলা বাহিনী তাদেরকে হাতেনাতে ধরে ফেলে এবং মাল বোঝাই জাহাজটিকে জব্দ করে। ইতিমধ্যেই কার্গো থেকে প্রায় ১৪শ বস্তা সার আনলোড করা হয় যার মধ্যে শিবনগরে সানাউল্লাহর বাড়িতে ৫০০ বস্তা ও কাইতলা উত্তর ইউনিয়নের সারের সরকারি ডিলার ও নোয়াগাঁও বাজারের ব্যবসায়ী মোঃ বোরহান উদ্দিনের গোডাউনে প্রায় ৪০০ বস্তা পাওয়া যায়।বাকীগুলো এখনো হদিস পাওয়া যায়নি।
প্রত্যক্ষদর্শীরা বলেন,গত শুক্রবার(১০/১০) থেকে কার্গোটিকে শিবনগরে কিবরিয়ার বাড়িতে(সানাউল্লাহ)সার আনলোড করতে দেখেছি পরে বাজারে বোরহান মিয়ার গোডাউনে আনলোড করে।এরপর থেকে এলাকায় এটাকে ভেসে থাকতে দেখেছি।আমরা ভেবেছি কেউ হয়ত এগুলো কিনেছে।
গতকাল সন্ধায় একদল নৌ পুলিশ আসে এটাকে তদন্ত করে গিয়েছে। আমরা এমন কিছু ভাবিনি।
কাইতলা উত্তর ইউনিয়নের সারের সরকারি ডিলার মো বোরহান উদ্দিন মুঠোফোনে বলেন,"আমার বিরুদ্ধে আনীত অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও উদ্যেশ্য মূলক। আমার গোডাউনের চাবি নোয়াগাও বাজারের ব্যবসায়ী এবং সাব ডিলার তোফাজ্জল হোসেন শিবলুর কাছে থাকে এসব কিছু হয়ে থাকলে আমি অবগত নই। আমার কাছে মনে হয় শিবলু আমাকে ফাসানোর জন্যই করা হয়েছে।আমি এই অপকর্মের সাথে জড়িত শিবলুর বিচার চাই।"
এ ব্যাপারে শিবলু বলেন,"আমার কাছে বোরহান ভাইয়ের গোডাউনের চাবি থাকত এবং প্রতিদিন সানাউল্লাহ চাবি নিতে আসলে ওনাকে চাবি দেই গতকালও নিতে আসলে আমি তাকে চাবি দেই পরে কি হয়েছে সেটা আমি জানিনা।"
সানাউল্লাহর সাথে বারবার যোগাযোগের চেষ্টা করতে চাইলে তাকে পাওয়া যায়নি। প্রকাশক ও সম্পাদক : অভি চৌধুরী।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ৫১/৫১-এ রিসোর্সফুল পল্টন সিটি (লেভেল-৩, স্যুট-৪০৫), পুরানা পল্টন, ঢাকা-১০০০।।
হটলাইন: ০১৭১১-৫২০০৪৬, ০১৮১৯-২২৬১৬০ । ই-মেইল: businessfile2022@gmail.com
