ঢাকা   ১৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ । ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
শিরোনাম :
বালু খেকোদের অভয়ারণ্য বাজিতপুরের দিলালপুর কুমারখালীতে বর্ণাঢ্য আয়োজনে তারুণ্যের উৎসব উদযাপন ফায়ার সার্ভিসের ছয় কর্মকর্তার পদোন্নতি আগামী ১৮ জানুয়ারি সোনারগায়ে মাসব্যাপী লোকজ মেলা শুরু ভালুকায় দুর্ধর্ষ ডাকাতি, টাকা-সোনা লুট কেরানীগঞ্জে ৩০০ বছরের পুরনো ঐতিহ্যবাহী পৌষ সংক্রান্তি মেলা, রক্ষাকালী মায়ের বাৎসরিক পূজা ও ঘুড়ি উৎসব নিকলী উপজেলা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন: সভাপতি মিঠু, সম্পাদক হেলিম বিআইএ নির্বাচন: উৎসবমুখর পরিবেশে চলছে মনোনয়নপত্র দৈনিক বিজনেস ফাইল ই-পেপার (বুধবার, ১৫ জানুয়ারি ২০২৫) শতাধিক পণ্য ও সেবার উপর মূল্য সংযোজন কর সম্পূরক শুল্ক বৃদ্ধি করায় বৈষম্যবিরোধী সংস্কার পরিষদের সংবাদ সম্মেলন

ফাইজারের করোনা টিকার পরীক্ষামূলক বিতরণ শুরু

বিবিসি
  • প্রকাশিত : বুধবার, নভেম্বর ১৮, ২০২০
  • 358 শেয়ার
ফাইজার

নভেল করোনাভাইরাস প্রতিরোধে ফাইজারের উদ্ভাবিত করোনা টিকার পরীক্ষামূলক বিতরণ কার্যক্রম শুরু হয়েছে। মঙ্গলবার (১৭ নভেম্বর) যুক্তরাষ্ট্রের চার অঙ্গরাজ্য টেক্সাস, রোড আইল্যান্ড, টেনেসি এবং নিউ মেক্সিকোতে অতি হিমায়িত অবস্থায় এই করোনা টিকার পরীক্ষামূলক বিতরণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এর আগে, যুক্তরাষ্ট্রের ওষুধ প্রস্তুতকারকদের পক্ষ থেকে অতি হিমায়িত অবস্থায় এই করোনা টিকা বিতরণ সম্ভব কী না – সে ব্যাপারে প্রশ্ন তোলা হয়েছিল।

সোমবার (১৬ নভেম্বর) ফাইজারের পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে, এই পরীক্ষামূলক বিতরণ কার্যক্রমের মাধ্যমে যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্যগুলো এবং অন্যান্য দেশগুলোর নীতি নির্ধারকরা তাদের করোনা টিকা বিতরণের ব্যাপারে একটি ধারণা পাবেন।

তবে, জনসংখ্যা-আয়তন এবং স্থানীয় বৈচিত্রগত কারণে যুক্তরাষ্ট্রের ওই চার অঙ্গরাজ্যে পরীক্ষামূলক বিতরণ কার্যক্রম শুরু করেছে ফাইজার। তার মানে এই নয় যে, ওই চার অঙ্গরাজ্যের অধিবাসীরা অন্যান্যদের তুলনায় আগে করোনা টিকা পেতে যাচ্ছেন।

এই বিতরণ কার্যক্রম শুধুমাত্র সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সক্ষমতা পরীক্ষা করার জন্যই – জানিয়েছে ফাইজার। প্রসঙ্গত, শেষ ধাপের ক্লিনিকাল ট্রায়াল থেকে করোনা প্রতিরোধে ফাইজারের টিকা ৯০ শতাংশের বেশি কার্যকর হিসেবে প্রমাণ হয়েছে।

এ সম্পর্কিত আরো সংবাদ
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০