ফাইজারের করোনা টিকার পরীক্ষামূলক বিতরণ শুরু

Dainik Business File: নভেম্বর ১৮, ২০২০

ফাইজারের করোনা টিকার পরীক্ষামূলক বিতরণ শুরু

নভেল করোনাভাইরাস প্রতিরোধে ফাইজারের উদ্ভাবিত করোনা টিকার পরীক্ষামূলক বিতরণ কার্যক্রম শুরু হয়েছে। মঙ্গলবার (১৭ নভেম্বর) যুক্তরাষ্ট্রের চার অঙ্গরাজ্য টেক্সাস, রোড আইল্যান্ড, টেনেসি এবং নিউ মেক্সিকোতে অতি হিমায়িত অবস্থায় এই করোনা টিকার পরীক্ষামূলক বিতরণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এর আগে, যুক্তরাষ্ট্রের ওষুধ প্রস্তুতকারকদের পক্ষ থেকে অতি হিমায়িত অবস্থায় এই করোনা টিকা বিতরণ সম্ভব কী না - সে ব্যাপারে প্রশ্ন তোলা হয়েছিল।

সোমবার (১৬ নভেম্বর) ফাইজারের পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে, এই পরীক্ষামূলক বিতরণ কার্যক্রমের মাধ্যমে যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্যগুলো এবং অন্যান্য দেশগুলোর নীতি নির্ধারকরা তাদের করোনা টিকা বিতরণের ব্যাপারে একটি ধারণা পাবেন।

তবে, জনসংখ্যা-আয়তন এবং স্থানীয় বৈচিত্রগত কারণে যুক্তরাষ্ট্রের ওই চার অঙ্গরাজ্যে পরীক্ষামূলক বিতরণ কার্যক্রম শুরু করেছে ফাইজার। তার মানে এই নয় যে, ওই চার অঙ্গরাজ্যের অধিবাসীরা অন্যান্যদের তুলনায় আগে করোনা টিকা পেতে যাচ্ছেন।

এই বিতরণ কার্যক্রম শুধুমাত্র সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সক্ষমতা পরীক্ষা করার জন্যই - জানিয়েছে ফাইজার। প্রসঙ্গত, শেষ ধাপের ক্লিনিকাল ট্রায়াল থেকে করোনা প্রতিরোধে ফাইজারের টিকা ৯০ শতাংশের বেশি কার্যকর হিসেবে প্রমাণ হয়েছে।


সম্পাদক- অভি চৌধুরী।

যোগাযোগ: ৫১/৫১/এ রিসোর্সফুল পল্টন সিটি (লেভেল-৩), স্যুট-৪০৫, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
ফোন:০২-২২৩৩৫৭০৭৩ মোবাইল: ০১৭১১-৫২০০৪৬, ০১৮১৯-২২৬১৬০। ই-মেইল: dainikbusinessfile@gmail.com