ঢাকা   ১৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ । ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
শিরোনাম :
বালু খেকোদের অভয়ারণ্য বাজিতপুরের দিলালপুর কুমারখালীতে বর্ণাঢ্য আয়োজনে তারুণ্যের উৎসব উদযাপন ফায়ার সার্ভিসের ছয় কর্মকর্তার পদোন্নতি আগামী ১৮ জানুয়ারি সোনারগায়ে মাসব্যাপী লোকজ মেলা শুরু ভালুকায় দুর্ধর্ষ ডাকাতি, টাকা-সোনা লুট কেরানীগঞ্জে ৩০০ বছরের পুরনো ঐতিহ্যবাহী পৌষ সংক্রান্তি মেলা, রক্ষাকালী মায়ের বাৎসরিক পূজা ও ঘুড়ি উৎসব নিকলী উপজেলা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন: সভাপতি মিঠু, সম্পাদক হেলিম বিআইএ নির্বাচন: উৎসবমুখর পরিবেশে চলছে মনোনয়নপত্র দৈনিক বিজনেস ফাইল ই-পেপার (বুধবার, ১৫ জানুয়ারি ২০২৫) শতাধিক পণ্য ও সেবার উপর মূল্য সংযোজন কর সম্পূরক শুল্ক বৃদ্ধি করায় বৈষম্যবিরোধী সংস্কার পরিষদের সংবাদ সম্মেলন

নারায়ণগঞ্জে মধ্যরাতে রেললাইনে নাশকতার চেষ্টা

প্রতিবেদকের নাম
  • প্রকাশিত : বুধবার, নভেম্বর ২২, ২০২৩
  • 180 শেয়ার

নারায়ণগঞ্জ প্রতিনিধি

ঢাকা-নারায়ণগঞ্জ রেললাইনে ভয়াবহ নাশকতার চেষ্টা করা হয়েছে। এতে লোহার মোটা ভারী পাত রেখে নাটবল্টু দিয়ে আটকে দিয়েছে দুর্বৃত্তরা। পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে তা সরিয়ে ফেলেছে। এর ফলে বড় ধরনের ট্রেন দুর্ঘটনা থেকে রক্ষা পেয়েছে নারায়ণগঞ্জবাসী।

মঙ্গলবার রাত দেড়টার দিকে ফতুল্লার কোতোলেরবাগ হক বাজার সংলগ্ন ঢাকা-নারায়ণগঞ্জ রুটের রেললাইনে এ ঘটনা ঘটে।

পুলিশ জানায়, নাশকতার পরিকল্পনা অনুযায়ী রেললাইনের ওপর মোটা লোহা রাখা হয়েছিল। যাতে ট্রেন এসে উল্টে পড়ে বড় ধরনের দুর্ঘটনা ঘটে। বিষয়টি দেখতে পেয়ে স্থানীয়রা সঙ্গে সঙ্গে জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ ফোন করে জানায়। পরে জিআরপি পুলিশ দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়ে রেললাইন থেকে ভারী লোহা সরিয়ে ফেলে।

নারায়ণগঞ্জ জিআরপি পুলিশের এসআই মোখলেসুর রহমান বলেন, ‘অনেক ওজনের একটি মোটা লোহা রেললাইনের ওপর নাট দিয়ে লাগিয়ে রাখা হয়েছিল। এটি লাইনের ওপর থাকলে ট্রেন চলাচলের সময় উল্টে অনেক বড় দুর্ঘটনা ঘটতে পারত।’

ফতুল্লা মডেল থানার ওসি নুরে আযম বলেন, ‘দুর্বৃত্তরা রেললাইনে দুর্ঘটনা ঘটানোর চেষ্টা করেছিল। খবর পেয়ে আমরা ঘটনাস্থলে উপস্থিত হয়েছি। পুলিশ সতর্ক আছে। নাশকতার চেষ্টাকারীদের শনাক্ত করে আইনের আওতায় আনার চেষ্টা চলছে।’

এ সম্পর্কিত আরো সংবাদ
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০