নারায়ণগঞ্জে মধ্যরাতে রেললাইনে নাশকতার চেষ্টা

Dainik Business File: নভেম্বর ২২, ২০২৩

নারায়ণগঞ্জে মধ্যরাতে রেললাইনে নাশকতার চেষ্টা নারায়ণগঞ্জ প্রতিনিধি ঢাকা-নারায়ণগঞ্জ রেললাইনে ভয়াবহ নাশকতার চেষ্টা করা হয়েছে। এতে লোহার মোটা ভারী পাত রেখে নাটবল্টু দিয়ে আটকে দিয়েছে দুর্বৃত্তরা। পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে তা সরিয়ে ফেলেছে। এর ফলে বড় ধরনের ট্রেন দুর্ঘটনা থেকে রক্ষা পেয়েছে নারায়ণগঞ্জবাসী। মঙ্গলবার রাত দেড়টার দিকে ফতুল্লার কোতোলেরবাগ হক বাজার সংলগ্ন ঢাকা-নারায়ণগঞ্জ রুটের রেললাইনে এ ঘটনা ঘটে। পুলিশ জানায়, নাশকতার পরিকল্পনা অনুযায়ী রেললাইনের ওপর মোটা লোহা রাখা হয়েছিল। যাতে ট্রেন এসে উল্টে পড়ে বড় ধরনের দুর্ঘটনা ঘটে। বিষয়টি দেখতে পেয়ে স্থানীয়রা সঙ্গে সঙ্গে জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ ফোন করে জানায়। পরে জিআরপি পুলিশ দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়ে রেললাইন থেকে ভারী লোহা সরিয়ে ফেলে। নারায়ণগঞ্জ জিআরপি পুলিশের এসআই মোখলেসুর রহমান বলেন, ‘অনেক ওজনের একটি মোটা লোহা রেললাইনের ওপর নাট দিয়ে লাগিয়ে রাখা হয়েছিল। এটি লাইনের ওপর থাকলে ট্রেন চলাচলের সময় উল্টে অনেক বড় দুর্ঘটনা ঘটতে পারত।’ ফতুল্লা মডেল থানার ওসি নুরে আযম বলেন, ‘দুর্বৃত্তরা রেললাইনে দুর্ঘটনা ঘটানোর চেষ্টা করেছিল। খবর পেয়ে আমরা ঘটনাস্থলে উপস্থিত হয়েছি। পুলিশ সতর্ক আছে। নাশকতার চেষ্টাকারীদের শনাক্ত করে আইনের আওতায় আনার চেষ্টা চলছে।’

সম্পাদক- অভি চৌধুরী।

যোগাযোগ: ৫১/৫১/এ রিসোর্সফুল পল্টন সিটি (লেভেল-৩), স্যুট-৪০৫, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
ফোন:০২-২২৩৩৫৭০৭৩ মোবাইল: ০১৭১১-৫২০০৪৬, ০১৮১৯-২২৬১৬০। ই-মেইল: dainikbusinessfile@gmail.com