ঢাকা   ১৯শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ । ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
শিরোনাম :
বালু খেকোদের অভয়ারণ্য বাজিতপুরের দিলালপুর কুমারখালীতে বর্ণাঢ্য আয়োজনে তারুণ্যের উৎসব উদযাপন ফায়ার সার্ভিসের ছয় কর্মকর্তার পদোন্নতি আগামী ১৮ জানুয়ারি সোনারগায়ে মাসব্যাপী লোকজ মেলা শুরু ভালুকায় দুর্ধর্ষ ডাকাতি, টাকা-সোনা লুট কেরানীগঞ্জে ৩০০ বছরের পুরনো ঐতিহ্যবাহী পৌষ সংক্রান্তি মেলা, রক্ষাকালী মায়ের বাৎসরিক পূজা ও ঘুড়ি উৎসব নিকলী উপজেলা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন: সভাপতি মিঠু, সম্পাদক হেলিম বিআইএ নির্বাচন: উৎসবমুখর পরিবেশে চলছে মনোনয়নপত্র দৈনিক বিজনেস ফাইল ই-পেপার (বুধবার, ১৫ জানুয়ারি ২০২৫) শতাধিক পণ্য ও সেবার উপর মূল্য সংযোজন কর সম্পূরক শুল্ক বৃদ্ধি করায় বৈষম্যবিরোধী সংস্কার পরিষদের সংবাদ সম্মেলন

গোমস্তাপুরে গাছে গাছে উঁকি দিচ্ছে আমের মুকুল

প্রতিবেদকের নাম
  • প্রকাশিত : বুধবার, মার্চ ৬, ২০২৪
  • 206 শেয়ার

মোঃ দুলাল আলী, গোমস্তাপুর প্রতিবেদক
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার বরেন্দ্র অঞ্চল অঞ্চলগুলোতে গাছে গাছে উঁকি দিচ্ছে আমের মুকুল। আমের মুকুলের ঘ্রাণ বাতাসে বেড়ে বেড়াচ্ছে। মুকুলের সুমষ্টির সুবাস আন্দোলিত করে তুলছে মানুষের মনও। সেই সাথে আম মুকুলের যেন প্রকৃতিকে সাজিয়েছে এক অপুরুপ সাজ। হলুদে আর সবুজে যেন এক মহামিলনে পরিণত হয়ে আছে। মৌমাছিরা দল বেঁধে গুনগুন শব্দে মনের আনন্দে ভিড়তে শুরু করেছে আমের মুকুলে। গাছে গাছে আমের মুকুল দেখা যাওয়ায় চাষিরা অনেক খুশি। আবহাওয়া অনুকূলে থাকলে এ বছর আমের বাম্পার ফলনের আশা করছেন বাগান মালিকরা।
এদিকে মৌসুমের শুরুতে আবহাওয়া অনুকূলে থাকায় মুকুলে ভরে গেছে বাগানসহ ব্যক্তি উদ্যোগে লাগানো আম গাছগুলোতে। তবে বড় আকারের চেয়ে ছোট ও মাঝারি আকারের গাছে বেশি মুকুল ফুটেছে। সেই মুকুলের মৌ মৌ গন্ধে বাগান মালিকদের চোখে ভাসছে স্বপ্ন। আম্রপালি, গোপালভোগ, ল্যাংড়া, ফজলি, ক্ষীরসাপাত অন্যতম।
উপজেলার বিভিন্ন জায়গা ঘুরে ও বাগান মালিকদের সাথে কথা বলে জানা যায় প্রায় দুই সপ্তাহ আগে থেকে তাদের বাগানে লাগানো আম গাছে মুকুল আসা শুরু হয়েছে। বেশিরভাগ গাছ মুকুলে ছেয়ে গেছে। কিছু গাছে গাছে মুকুল বের হচ্ছে। তারা জানান, মুকুল আসার পর থেকেই তারা গাছের প্রাথমিক পরিচর্যা শুরু করেছেন। মুকুল রোগ বালাইয়ের আক্রমন থেকে রক্ষা করতে স্থানীয় কৃষি অফিসের পরামর্শ অনুযায়ী প্রয়োজনীয় ওষুধ স্প্রে করছেন তারা।
উপজেলা কৃষি অফিসার তানভীর আহমেদ সরকার জানান গোমস্তাপুরে আম বাগান আছে ৪ হাজার ২৩০ হেক্টর জমিতে আম গাছ রয়েছে। বর্তমানে আবহাওয়া অনুকূলে রয়েছে। এ অবস্থা থাকলে এবার আমের বাম্পার ফলন বলে আশা প্রকাশ করেন কৃষি অফিসার তানভীর আহমেদ সরকার।

এ সম্পর্কিত আরো সংবাদ
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০