গোমস্তাপুরে গাছে গাছে উঁকি দিচ্ছে আমের মুকুল
Dainik Business File: মার্চ ৬, ২০২৪
মোঃ দুলাল আলী, গোমস্তাপুর প্রতিবেদক চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার বরেন্দ্র অঞ্চল অঞ্চলগুলোতে গাছে গাছে উঁকি দিচ্ছে আমের মুকুল। আমের মুকুলের ঘ্রাণ বাতাসে বেড়ে বেড়াচ্ছে। মুকুলের সুমষ্টির সুবাস আন্দোলিত করে তুলছে মানুষের মনও। সেই সাথে আম মুকুলের যেন প্রকৃতিকে সাজিয়েছে এক অপুরুপ সাজ। হলুদে আর সবুজে যেন এক মহামিলনে পরিণত হয়ে আছে। মৌমাছিরা দল বেঁধে গুনগুন শব্দে মনের আনন্দে ভিড়তে শুরু করেছে আমের মুকুলে। গাছে গাছে আমের মুকুল দেখা যাওয়ায় চাষিরা অনেক খুশি। আবহাওয়া অনুকূলে থাকলে এ বছর আমের বাম্পার ফলনের আশা করছেন বাগান মালিকরা। এদিকে মৌসুমের শুরুতে আবহাওয়া অনুকূলে থাকায় মুকুলে ভরে গেছে বাগানসহ ব্যক্তি উদ্যোগে লাগানো আম গাছগুলোতে। তবে বড় আকারের চেয়ে ছোট ও মাঝারি আকারের গাছে বেশি মুকুল ফুটেছে। সেই মুকুলের মৌ মৌ গন্ধে বাগান মালিকদের চোখে ভাসছে স্বপ্ন। আম্রপালি, গোপালভোগ, ল্যাংড়া, ফজলি, ক্ষীরসাপাত অন্যতম। উপজেলার বিভিন্ন জায়গা ঘুরে ও বাগান মালিকদের সাথে কথা বলে জানা যায় প্রায় দুই সপ্তাহ আগে থেকে তাদের বাগানে লাগানো আম গাছে মুকুল আসা শুরু হয়েছে। বেশিরভাগ গাছ মুকুলে ছেয়ে গেছে। কিছু গাছে গাছে মুকুল বের হচ্ছে। তারা জানান, মুকুল আসার পর থেকেই তারা গাছের প্রাথমিক পরিচর্যা শুরু করেছেন। মুকুল রোগ বালাইয়ের আক্রমন থেকে রক্ষা করতে স্থানীয় কৃষি অফিসের পরামর্শ অনুযায়ী প্রয়োজনীয় ওষুধ স্প্রে করছেন তারা। উপজেলা কৃষি অফিসার তানভীর আহমেদ সরকার জানান গোমস্তাপুরে আম বাগান আছে ৪ হাজার ২৩০ হেক্টর জমিতে আম গাছ রয়েছে। বর্তমানে আবহাওয়া অনুকূলে রয়েছে। এ অবস্থা থাকলে এবার আমের বাম্পার ফলন বলে আশা প্রকাশ করেন কৃষি অফিসার তানভীর আহমেদ সরকার।সম্পাদক- অভি চৌধুরী।
যোগাযোগ: ৫১/৫১/এ রিসোর্সফুল পল্টন সিটি (লেভেল-৩), স্যুট-৪০৫, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
ফোন:০২-২২৩৩৫৭০৭৩ মোবাইল: ০১৭১১-৫২০০৪৬, ০১৮১৯-২২৬১৬০। ই-মেইল: dainikbusinessfile@gmail.com