ঢাকা   ২১শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ । ৬ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
শিরোনাম :
দৈনিক বিজনেস ফাইল ই-পেপার (বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪) আদানির সঙ্গে চুক্তি পুনর্মূল্যায়নে কমিটি গঠনের নির্দেশ সাবেক খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম ৮ দিনের রিমান্ডে টাঙ্গাইলে বাস-পিকআপ সংঘর্ষ, নিহত ৪ আওয়ামী লীগের প্রসঙ্গ তুললেন ভারতীয় সাংবাদিক, জবাবে যা বলল যুক্তরাষ্ট্র প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকের আশ্বাসে সড়ক ছাড়লেন সাদপন্থীরা আর্থিক খাতে ব্যাপক অনিয়ম-দুর্নীতি হয়েছে: অর্থ উপদেষ্টা চুনারুঘাটে ফাঁকা গুলি ছুড়ে জনতার হাতে পিস্তলসহ আটক নীলফামারী-৩ আসনের সাবেক এমপি মেজর রানা হাসিনা রেজিমের ‘ব্যবসায়ী সিন্ডিকেট’ এখনো বহাল: পর্দার আড়ালে বাণিজ্য সচিব! দৈনিক বিজনেস ফাইল ই-পেপার (মঙ্গলবার, ১৯ নভেম্বর ২০২৪)

কারিগরি শিক্ষার প্রসারে প্রায় তের হাজার নতুন পদ

নির্মল বার্তা
  • প্রকাশিত : রবিবার, অক্টোবর ৪, ২০২০
  • 103 শেয়ার
কারিগরি

দক্ষ মানবসম্পদ তৈরিতে কারিগরি শিক্ষার প্রসারে টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজে ১২ হাজার ৬০৭টি পদ সৃজনের উদ্যোগ নিয়েছে সরকার।

সারাদেশের বিভিন্ন কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানের কাজের অগ্রগতির জন্য এসব পদ সৃষ্টি করা হয়েছে। এর মধ্যে ৪৯টি পলিটেকনিক ইনস্টিটিউট এবং ৬৪টি টেকনিক্যাল স্কুল ও কলেজে এক হাজার ৬১টি ক্যাডার পদ এবং ১১ হাজার ৫৪৬টি নন ক্যাডার পদ সৃষ্টি করা হবে।

প্রথমে এক হাজার ২৪৪টি ক্যাডার এবং ১২ হাজার ৭২৮টি নন-ক্যাডার পদ মিলিয়ে মোট ১৩ হাজার ৭২টি পদ সৃষ্টির প্রস্তাব দিয়েছিল জনপ্রশাসন মন্ত্রণালয়। পরে অর্থ বিভাগের রাজস্ব খাত এক হাজার ৬১টি ক্যাডার এবং ১১ হাজার ৫৪৬টি নন ক্যাডার মিলিয়ে মোট ১২ হাজার ৬০৭টি পদ সৃষ্টির বিষয়ে সম্মত হয়। ২০১৯-২০, ২০২০-২১ এবং ২০২১-২২ অর্থবছরে এসব পদে নিয়োগ সম্পন্ন হবে।

এ বিষয়ে কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগের সচিব মো. আমিনুল ইসলাম খান জানান, গত বছর কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগ থেকে এর চাহিদা জনপ্রশাসন মন্ত্রণালয়ে দেয়া হয়েছিল। পরে বিষয়টি অর্থ বিভাগে পাঠানো হয়। অর্থ বিভাগের সম্মতিও পাওয়া গেছে। আগামী সপ্তাহে এ সংক্রান্ত আদেশ জারি করা যাবে বলেও উল্লেখ করেন তিনি।

এ সম্পর্কিত আরো সংবাদ
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০