কারিগরি শিক্ষার প্রসারে প্রায় তের হাজার নতুন পদ
Dainik Business File: অক্টোবর ৪, ২০২০
দক্ষ মানবসম্পদ তৈরিতে কারিগরি শিক্ষার প্রসারে টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজে ১২ হাজার ৬০৭টি পদ সৃজনের উদ্যোগ নিয়েছে সরকার।
সারাদেশের বিভিন্ন কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানের কাজের অগ্রগতির জন্য এসব পদ সৃষ্টি করা হয়েছে। এর মধ্যে ৪৯টি পলিটেকনিক ইনস্টিটিউট এবং ৬৪টি টেকনিক্যাল স্কুল ও কলেজে এক হাজার ৬১টি ক্যাডার পদ এবং ১১ হাজার ৫৪৬টি নন ক্যাডার পদ সৃষ্টি করা হবে।
প্রথমে এক হাজার ২৪৪টি ক্যাডার এবং ১২ হাজার ৭২৮টি নন-ক্যাডার পদ মিলিয়ে মোট ১৩ হাজার ৭২টি পদ সৃষ্টির প্রস্তাব দিয়েছিল জনপ্রশাসন মন্ত্রণালয়। পরে অর্থ বিভাগের রাজস্ব খাত এক হাজার ৬১টি ক্যাডার এবং ১১ হাজার ৫৪৬টি নন ক্যাডার মিলিয়ে মোট ১২ হাজার ৬০৭টি পদ সৃষ্টির বিষয়ে সম্মত হয়। ২০১৯-২০, ২০২০-২১ এবং ২০২১-২২ অর্থবছরে এসব পদে নিয়োগ সম্পন্ন হবে।
এ বিষয়ে কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগের সচিব মো. আমিনুল ইসলাম খান জানান, গত বছর কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগ থেকে এর চাহিদা জনপ্রশাসন মন্ত্রণালয়ে দেয়া হয়েছিল। পরে বিষয়টি অর্থ বিভাগে পাঠানো হয়। অর্থ বিভাগের সম্মতিও পাওয়া গেছে। আগামী সপ্তাহে এ সংক্রান্ত আদেশ জারি করা যাবে বলেও উল্লেখ করেন তিনি।
সম্পাদক- অভি চৌধুরী।
যোগাযোগ: ৫১/৫১/এ রিসোর্সফুল পল্টন সিটি (লেভেল-৩), স্যুট-৪০৫, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
ফোন:০২-২২৩৩৫৭০৭৩ মোবাইল: ০১৭১১-৫২০০৪৬, ০১৮১৯-২২৬১৬০। ই-মেইল: dainikbusinessfile@gmail.com