Agaminews
Dr. Neem Hakim

ঈদ


দৈনিক বিজনেস ফাইল প্রকাশের সময় : জুন ৫, ২০২৫, ১০:৪৮ পূর্বাহ্ন /
ঈদ

ঈদ

লায়ন মোঃ গনি মিয়া বাবুল

ঈদ এসেছে বছর ঘুরে
ত্যাগের উৎসব ঘরে ঘরে,
মনের পশুকে আগে করো জবাই
প্রতীকি পশু জবাইয়ে আপত্তি নাই,
মিলে মিশে গোশত খাও সবাই
ধনী গরীব আজ ভাই ভাই।

এসেছে জিলহজ্বের চাঁদ সোনা
অতি আপন অমলিন চিরচেনা,
হিংসা বিদ্বেষ ভুলে জনে জনে
মানবতার কল্যাণে এসো দলে দলে।

ভোগ-বিলাসের আকর্ষণ বর্জন
পশু কোরবানী আল্লাহর সন্তুষ্টি অর্জন।

লেখক পরিচিতি: (শিক্ষক, কবি, কলাম লেখক, সমাজসেবক ও সংগঠক) সভাপতি, কবিসংসদ বাংলাদেশ কেন্দ্রীয় কমিটি।