ঈদ

দৈনিক বিজনেস ফাইল: June 5, 2025

ঈদ

ঈদ

লায়ন মোঃ গনি মিয়া বাবুল

ঈদ এসেছে বছর ঘুরে ত্যাগের উৎসব ঘরে ঘরে, মনের পশুকে আগে করো জবাই প্রতীকি পশু জবাইয়ে আপত্তি নাই, মিলে মিশে গোশত খাও সবাই ধনী গরীব আজ ভাই ভাই। এসেছে জিলহজ্বের চাঁদ সোনা অতি আপন অমলিন চিরচেনা, হিংসা বিদ্বেষ ভুলে জনে জনে মানবতার কল্যাণে এসো দলে দলে। ভোগ-বিলাসের আকর্ষণ বর্জন পশু কোরবানী আল্লাহর সন্তুষ্টি অর্জন। লেখক পরিচিতি: (শিক্ষক, কবি, কলাম লেখক, সমাজসেবক ও সংগঠক) সভাপতি, কবিসংসদ বাংলাদেশ কেন্দ্রীয় কমিটি।

প্রকাশক ও সম্পাদক : অভি চৌধুরী।

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ৫১/৫১-এ রিসোর্সফুল পল্টন সিটি (লেভেল-৩, স্যুট-৪০৫), পুরানা পল্টন, ঢাকা-১০০০।।
হটলাইন: ০১৭১১-৫২০০৪৬, ০১৮১৯-২২৬১৬০ । ই-মেইল: businessfile2022@gmail.com