ঢাকা   ১২ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ । ২৭শে ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ
শিরোনাম :
কিডনি রোগীদের বিদেশমুখিতা কমাতে রেনাল অ্যাসোসিয়েশনের ১১ প্রস্তাব চাঁদাবাজি ও তদবির বাণিজ্যর অভিযোগে সোনালী ব্যাংকের সিবিএ নেতা আটক কটিয়াদীতে গণহত্যা ও স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে উপজেলা প্রশাসনের প্রস্তুতি সভা জাতীয় স্কুল ক্রিকেট টুর্নামেন্টে জাহানারা উচ্চ বিদ্যালয় জেলা চ্যাম্পিয়ন ফেনীর ফুলগাজীতে শিশু ধর্ষণের চেষ্টা, চা দোকানদার গ্রেপ্তার বাজিতপুরে বিশিষ্ট ব্যক্তিদের সম্মানে জামায়াতের ইফতার মাহফিল অনুষ্ঠিত দেশে কিডনি রোগীর প্রায় ৩ কোটি ৮০ লাখ, স্বাস্থ্যসম্মত জীবনযাপনে কিডনি রোগ এড়ানো সম্ভব ফেনীতে মোবাইল কোর্টের অভিযানে ১৫ মামলা, জরিমানা ৫১ হাজার ৫০০ টাকা ডাকাতির প্রস্তুতিকালে ফেনী ফাজিলপুর হাইওয়ে পুলিশের হাতে আটক ৫ বিজনেস ফাইলের স্টাফ রিপোর্টার গোলাম মোস্তফার চাচা আর নেই

ফেনীর ফুলগাজীতে শিশু ধর্ষণের চেষ্টা, চা দোকানদার গ্রেপ্তার

প্রতিবেদকের নাম
  • প্রকাশিত : মঙ্গলবার, মার্চ ১১, ২০২৫
  • 36 শেয়ার

আব্দুল্লাহ আল মামুন, ফেনী
পুলিশ জানায়, রোববার রাতে ওই শিশুর মা ফুলগাজী থানায় মামলা করেন।
ফেনীর ফুলগাজী উপজেলায় দ্বিতীয় শ্রেণিতে পড়ুয়া মাদ্রাসার এক ছাত্রীকে খাবারের লোভ দেখিয়ে ধর্ষণের চেষ্টায় একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার ফুলগাজী থানার পরিদর্শক (তদন্ত) নুরুল ইসলাম দৈনিক বিজনেস ফাইল কে বলেন, রোববার আট বছর বয়সি ওই শিশুর মা থানায় মামলা করেন। পরে রাতেই আসামিকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার নুরুল ইসলাম (৫৫) ওই উপজেলার বাসিন্দা। তিনি স্থানীয় চা দোকানদার।
মামলার বরাতে পরিদর্শক নুরুল বলেন, “৩ মার্চ ওই ছাত্রী মাদ্রাসায় যায়। পরে সকাল সাড়ে ১০টায় ক্লাসের বিরতিতে টিফিন কিনতে পাশের চা দোকানে যায়। চা দোকানি নুরুল তাকে খাবার খাওয়ানোর কথা বলে দোকানের ভেতরে তার কোলে নিয়ে বসায়।
“একপর্যায়ে নুরুল শিশুটিকে যৌন নিপীড়ন করলে শিশুটি চিৎকার দেয়। এ সময় নুরুল শিশুটিকে ছেড়ে দেয়। দুপুরে শিশুটি বাড়িতে ফিরে তার মাকে বিষয়টি জানায়।”
তিনি বলেন, “পরে বিষয়টি শিশুটির মা তার প্রবাসী স্বামী, ভাই ও মাদ্রাসা কর্তৃপক্ষকে অবগত করেন। তাদের পরামর্শে রোববার রাতে নারী ও শিশু নির্যাতন দমন আইনে থানায় মামলা দায়ের করা হয়।”

এ সম্পর্কিত আরো সংবাদ
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০