ফেনীর ফুলগাজীতে শিশু ধর্ষণের চেষ্টা, চা দোকানদার গ্রেপ্তার

Dainik Business File: মার্চ ১১, ২০২৫

ফেনীর ফুলগাজীতে শিশু ধর্ষণের চেষ্টা, চা দোকানদার গ্রেপ্তার আব্দুল্লাহ আল মামুন, ফেনী পুলিশ জানায়, রোববার রাতে ওই শিশুর মা ফুলগাজী থানায় মামলা করেন। ফেনীর ফুলগাজী উপজেলায় দ্বিতীয় শ্রেণিতে পড়ুয়া মাদ্রাসার এক ছাত্রীকে খাবারের লোভ দেখিয়ে ধর্ষণের চেষ্টায় একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার ফুলগাজী থানার পরিদর্শক (তদন্ত) নুরুল ইসলাম দৈনিক বিজনেস ফাইল কে বলেন, রোববার আট বছর বয়সি ওই শিশুর মা থানায় মামলা করেন। পরে রাতেই আসামিকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার নুরুল ইসলাম (৫৫) ওই উপজেলার বাসিন্দা। তিনি স্থানীয় চা দোকানদার। মামলার বরাতে পরিদর্শক নুরুল বলেন, “৩ মার্চ ওই ছাত্রী মাদ্রাসায় যায়। পরে সকাল সাড়ে ১০টায় ক্লাসের বিরতিতে টিফিন কিনতে পাশের চা দোকানে যায়। চা দোকানি নুরুল তাকে খাবার খাওয়ানোর কথা বলে দোকানের ভেতরে তার কোলে নিয়ে বসায়। “একপর্যায়ে নুরুল শিশুটিকে যৌন নিপীড়ন করলে শিশুটি চিৎকার দেয়। এ সময় নুরুল শিশুটিকে ছেড়ে দেয়। দুপুরে শিশুটি বাড়িতে ফিরে তার মাকে বিষয়টি জানায়।” তিনি বলেন, “পরে বিষয়টি শিশুটির মা তার প্রবাসী স্বামী, ভাই ও মাদ্রাসা কর্তৃপক্ষকে অবগত করেন। তাদের পরামর্শে রোববার রাতে নারী ও শিশু নির্যাতন দমন আইনে থানায় মামলা দায়ের করা হয়।”

সম্পাদক- অভি চৌধুরী।

যোগাযোগ: ৫১/৫১/এ রিসোর্সফুল পল্টন সিটি (লেভেল-৩), স্যুট-৪০৫, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
ফোন:০২-২২৩৩৫৭০৭৩ মোবাইল: ০১৭১১-৫২০০৪৬, ০১৮১৯-২২৬১৬০। ই-মেইল: dainikbusinessfile@gmail.com