বিজনেস ফাইল রিপোর্ট
গতকাল ২১ ডিসেম্বর রাজধানীর হোটেল ইন্টারন্যাশনাল লিমিটেড এ অনুষ্ঠিত হলো বাংলাদেশ রিকন্ডিন্ডেশন ভেহিকেলস ইমপোর্টার্স এন্ড ডিলার্স অ্যাসোসিয়েশন (বারভিডা)’র দ্বিবার্ষিক নির্বাচন।
সকাল আটটার পূর্বেই সারা দেশ থেকে ভোটার আর কর্মীদের উপস্থিতি লক্ষ্য করা যায়। বক চক্কর এলাকায় এক পর্যায়ে জনাকীর্ণ হয়ে পড়ে। ব্যানার পোস্টারে ছেয়ে যায় নিজ তলা থেকে হোটেলের দ্বিতীয় তলা সাল পর্যন্ত। (২০২৪-২৬) নির্বাচনের নির্বাচন বোর্ড চেয়ারম্যান ব্যবসায়ী নেতা বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলীর সম্মতিতে ঠিক সকাল দশটায় মাইক্রোফোন ফাতেমা নির্বাচনের সদস্য হাতে নেন নির্বাচন বোর্ড সদস্য নিয়াজ আলী চিশতী। তিনি বলেন বরাবরের মতো এবারো বারভিডা নির্বাচন উৎসবমুখর হয়েছে। উভয় পক্ষ থেকে মোট ৪১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। মোট ভোটার ১০৪৭ জন। অবশ্য এবারের নির্বাচনের সর্বশেষ আদেশ আসে বাণিজ্য মন্ত্রণালয় থেকে গত ১৯/১২/২৪ এ।আদেশ নং ২৬.০০.০০০০.১৫৭.৩৩.০৪১.৯২.৮২৩।
বেলা বারোটার দিকে একে একে ভোটকেন্দ্র এলাকায় প্রবেশ করে স্যাটেলাইট টিভি চ্যানেল আই, সময়, ৭১ টিভি যমুনা, বাংলাভিশন, ইত্তেফাক, দৈনিক বিজনেস ফাইল, মুসলিম টাইমস সহ প্রায় ২৩ টি মিডিয়া প্রতিনিধি। অনুভূতি প্রকাশ করে এ নির্বাচনের গণতান্ত্রিক পরিষদ প্যানেল প্রধান সাবেক সভাপতি আব্দুল হক বলেন ছাত্র-জনতার রক্ত স্নাত ২৪ আমাদেরএগিয়ে চলার অঙ্গীকার। আমাদের অনেক কষ্ট করতে হয়েছে এ নির্বাচন আনতে। শেষ পর্যন্ত সবাই একত্রিত হয়ে ভোটে অংশ নিতে পারছি এটাই আল্লাহর নিকট লাখ লাখ শুকরিয়া। নির্বাচন চলাকালীন দেশের বিভিন্ন চেম্বার ও অ্যাসোসিয়েশন প্রতিনিধিতে দেখা যায় ভোটকেন্দ্রে এলাকায়। খন্দকার রুহুল আমিন ( সদস্য,আপিল বোড), হাজী হাফিজ হারুন, জিবি সদস্য আবদুল হালিম, আওলাদ হোসেন রাজিব, মিলন ভুইয়া, এসএমই সংগঠক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব ট্রফি ইসলাম, জিবি আলি জামান, অর্গানিক প্রোডাক্ট ম্যানুফ্যাকচারাল এসোসিয়নের সহ-সভাপতি অভি চৌধুরী, সয়াবিন ও সয়া ফুট এসোসিয়েশনর ভাইস প্রেসিডেন্ট সরকার সালাউদ্দিন প্রমুখ।
নির্বাচন বোর্ড চেয়ারম্যান মোহাম্মদ আলী বলেন এবারের নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ। বারভিডা এটা জাতীয় পর্যায়ের একটা সংগঠন।৭০% পার্সেন্ট ভোট পড়েছে। ৩১ ব্যালট বাতিল হয়েছে। প্রাপ্ত ভোট ৭২৪। নির্বাচন ভোট সদস্য শফিকুল ইসলাম ভরসা বলেন বারভিডা নির্বাচনের গুরুত্ব অনেক। আমরা ভালোভাবে গ্রহণযোগ্য একটা নির্বাচন দেওয়ার জন্য চেষ্টা করেছি,আজ বাস্তবে ভোটার উপস্থিতি দেখে নিজের মধ্যে পুলকিত অনুভব করছি। আর আমাদের নির্বাচন বোর্ড চেয়ারম্যান মোহাম্মদ আলী দেশের স্বনামধন্য ব্যবসায়ী ব্যক্তিত্ব।
যারা নির্বাচিত হয়েছেন তাদের অভিনন্দন। নির্বাচন বোর্ড চেয়ারম্যান মোহাম্মদ আলী নির্বাচনী ফলাফল ঘোষণা করেন রাত নটায়। তিনি ধন্যবাদ জানান নির্বাচনের সাথে সংশ্লিষ্ট সকলকে। বিশেষ ধন্যবাদ জানান মিডিয়া কর্মীদের।
নির্বাচিত হবেন যারা
আবদুল হক (৬৬৪), রিয়াজ রহমান (৬৫৯),সাইফুল ইসলাম সম্রাট (৬৪৭),ফরিদ আহমেদ (৬৪১), শেখ জগলুল হোসেন (৬৩৪),হাফেজ আল আসাদ (৬২৬),এবি সিদ্দিক আবু (৬২২),জুবায়ের রহমান (৫৯২),আনিসুর রহমান (৫৬৫),এস এম মনসুরুল কবির লিংকন (৫৫৭),সাইফুল আলম (৫৫৬),আক্তার হোসেন মজুমদার (৫৪১),কায়সার মোরশেদ সোহেল (৫৩২),ডাক্তার হাবিবুর রহমান খান (৫২৩),গোলাম রব্বানীর সেন্টু (৫০৩),হ্যাঁ হ্যাঁ আনিসুর রহমান আরজু (৫০২) পুনম শারমিন ঝিলমিল (৪৯৫), আব্দুল আউয়াল (৪৬২),জহির উদ্দিন বাবর চৌধুরী (৪৬২),বেনজির আহমেদ (৪৫৯), হুমায়ূন কবির ভূঁইয়া (৪৫৪), মোঃ মজিবুর রহমান (৪৪৬), জহির ইকবাল (৪৩২), কে এম সফিউল্লা (রনি) (৪০৯)।