ঢাকা   ১৯শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ । ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
শিরোনাম :
সংস্কার ও নির্বাচনের মধ্যে কোনো বিরোধ নেই: ফখরুল ক্রিকেটার সাকিবের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি গাজার ধ্বংসস্তূপে অবিস্ফোরিত বোমা সরাতে লাগবে এক দশক সরকারের ঘোষিত সময়েই নির্বাচন, ভোটার তালিকা হালনাগাদ শুরু সোমবার দলিল জালিয়াতির অভিযোগ: বাজিতপুরে এক ব্যবসায়ীর বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা কামারখন্দে দলীয় প্রভাবে জলাধারের মুখ বন্ধ করে বাড়ি নির্মাণ করেছেন নায়েব রেজাউল করিম বিএভিএস হাসপাতাল বন্ধের ষড়যন্ত্রকারীদের শাস্তির দাবিতে সংবাদ সম্মেলন সোনারগাঁয়ে মাসব্যাপী লোক কারুশিল্প মেলা ও লোকজ উৎসবের উদ্ধোধন বনশ্রী আফতাবনগর প্রেসক্লাবের সভাপতি বাবলু পন্ডিত, সম্পাদক জহির রাজধানীতে কালকিনি ও মাদারীপুরের বিএনপি নেতাকর্মীদের সাথে মাহামুদ আলম সরদারের মতবিনিময়

সোনারগাঁয়ে মাসব্যাপী লোক কারুশিল্প মেলা ও লোকজ উৎসবের উদ্ধোধন

প্রতিবেদকের নাম
  • প্রকাশিত : রবিবার, জানুয়ারি ১৯, ২০২৫
  • 4 শেয়ার

ইউসূফ আল আজিজ
সোনারগাঁয়ে অবস্থিত বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশনে মাসব্যাপী লোক কারুশিল্প মেলা ও লোকজ উৎসবের উদ্ধোধনী অনুষ্ঠানে প্রদান অতিথির বক্তব্যে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী বলেন, জুলাই মাসে আমাদের সবার উদ্দেশ্য একটাই ছিলো বাংলাদেশ থেকে ফ্যাসিবাদ শাসনের বিতারিত করা। এই গণ-অভ্যুত্থানে দলমত নির্বিশেষে সবাই অংশ নিয়েছিলো। সেই বিতারণে আমরা কিন্তু দেখার চেষ্টা করিনি কার ভুমিকা কতটুকু ছিলো, সবাই ঐ আন্দোলনে যার যার অবস্থান থেকে ঝাপিয়ে পরেছিলো। ফলে যার কারণে ফ্যাসিবাদ আর টিকতে পারেনি। আমি ফিল্ম মেকার মানুষ দেশের বিশেষ পরিস্থিতিতে আমি দায়িত্ব নিতে রাজি হয়েছি, আমরা যদি দেশের জন্য কিছু কাজও এগিয়ে দিয়ে যেতে পারি, তারপর একটি গণতান্ত্রিক নির্বাচনের মাধ্যমে যারাই ক্ষমতায় আসবেন আমি বিশ্বাস করি তারা দেশের সবার স্বার্থে এই শুভ কাজ গুলোর ধারাবাহিকতা বজায় রাখবেন।
গতকাল শনিবার বিকালে বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশনের পরিচালক কাজী মাহবুবুল আলমের সভাপতিত্বে সম্মানীয় অতিথি ছিলেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মোঃ মফিদুর রহমান, বিশেষ অতিথি ছিলেন নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা, নারায়ণগঞ্জের পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদার। স্বাগত বক্তব্য রাখেন বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশনের উপ-পরিচালক এ কে এম আজাদ সরকার।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, সোনারগাঁ একটি ঐতিহাসিক স্থান। সোনারগাঁকে সংস্কৃতি নগর হিসেবে গড়ে তোলা যেতে পারে। আমরা সোনারগাঁ নগরের উন্নয়নে কাজ করে যাচ্ছি। এসময় ফাউন্ডেশনের পক্ষ থেকে মিলন চিছিং, বীরেন্দ্র সুত্রধর, তুলিন পাল এই তিন জন কারু শিল্পীকে বিশেষ সন্মাননা ও নগদ অর্থ প্রদান করা হয়। এছাড়াও সোনারগাঁয়ের নকশি কাঁথা শিল্পী হোসনে আরা ও মানিক সরকারকে শিল্পাচার্জ জয়নুল আবেদীন আজীবন সন্মাননা ও নগদ অর্থ প্রদান করা হয়।
এসময় অনুষ্ঠান চলাকালীন সময় বিএনপির নেতৃবৃন্দকে সন্মান না দেখাানোর কারনে সোনারগাঁ উপজেলা বিএনপির সভাপতি আজহারুল ইসলাম মান্নান পন্থি নেতাকর্মীরা অনুষ্ঠান স্থলে প্রতিবাদ জানায়।
পরে প্রধান অতিথি বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশনের ময়ুরপঙ্খী কারুমঞ্চের অনুষ্ঠান মঞ্চ থেকে মাসব্যাপী লোক ও কারুশিল্প ও লোকজ উৎসবের উদ্বোধন করেন।

এ সম্পর্কিত আরো সংবাদ
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০