ঢাকা   ২০শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ । ৬ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
শিরোনাম :
রুহুল কবির রিজভী আহমেদ-এর সাথে ভালুকা শিক্ষক সমিতির নেতৃবৃন্দের সাক্ষাৎ নবীনগরে নারী ও শিশু নির্যাতন, যৌতুক প্রতিরোধে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে আলোচনা সভা সোনারগাঁয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮৯ তম জন্মবার্ষিকী পালিত বাজিতপুরে জিয়াউর রহমানের ৮৯ তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল কটিয়াদীতে আত্মকর্মসংস্থানের লক্ষ্যে জামায়াতের ছাগল বিতরণ কটিয়াদীতে আচমিতা ইউনিয়ন বিএনপির বর্তমান ও সাবেক সভাপতির পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন ও মানববন্ধন সংস্কার ও নির্বাচনের মধ্যে কোনো বিরোধ নেই: ফখরুল ক্রিকেটার সাকিবের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি গাজার ধ্বংসস্তূপে অবিস্ফোরিত বোমা সরাতে লাগবে এক দশক সরকারের ঘোষিত সময়েই নির্বাচন, ভোটার তালিকা হালনাগাদ শুরু সোমবার

সিএনজি ফিলিং স্টেশন এন্ড কনভার্সন ওয়ার্কশপ ওনার্স এসোসিয়েশনের নতুন কমিটি গঠিত

প্রতিবেদকের নাম
  • প্রকাশিত : সোমবার, মার্চ ৪, ২০২৪
  • 372 শেয়ার

বিজনেস ফাইল প্রতিবেদক
বাংলাদেশ সিএনজি ফিলিং স্টেশন এন্ড কনভার্সন ওয়ার্কশপ ওনার্স এসোসিয়েশনের নতুন কমিটি গঠন করা হয়েছে। এসোসিয়েশনের ১৬তম বার্ষিক সাধারণ সভায় বিদায়ী কমিটির কাছ থেকে নতুন কমিটি দায়িত্ব গ্রহণ করেন। গত ২রা মার্চ ঢাকা ক্লাবে এই সভা অনুষ্ঠিত হয়। নতুন সভাপতি পদে মনোরঞ্জন ভক্ত, জ্যেষ্ঠ সহ-সভাপতি নজিব আহম্মেদ ও মহাসচিব পদে ফারহান নূর নির্বাচিত হয়েছেন। গত ১৯শে ফেব্রুয়ারি ২০২৪ তারিখে বাংলাদেশ সিএনজি ফিলিং স্টেশন এন্ড কনভার্সন ওয়ার্কশপ ওনার্স এসোসিয়েশনের দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়।

নির্বাচিত অন্যান্য কর্মকর্তারা হলেন-সহ-সভাপতি পদে আব্দুল্লাহ আল মামুন, বীর মুক্তিযোদ্ধা মিজানুর রহমান, আমিরুজ্জামান চৌধুরী, সফিউদ্দিন আহমেদ, জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব আব্দুল কাইয়ুম খান, যুগ্ম মহাসচিব তানভীর রহমান, অর্থ সম্পাদক মোহাম্মদ আল মামুন ভূইয়া, যুগ্ম অর্থ সম্পাদক হুমায়ুন রশিদ, সাংগঠনিক সম্পাদক নুরুল ইমরান চিশতী, যুগ্ম সাংগঠনিক সম্পাদক ডা. মো. ওয়াসিউল হুদা, দপ্তর ও প্রচার সম্পাদক হুমায়ুন আহমেদ, যুগ্ম দপ্তর ও প্রচার সম্পাদক আব্দুল্লাহ আল কাফী।
নির্বাচন বোর্ডের চেয়ারম্যান এবং সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন যথাক্রমে মো. হেলাল উদ্দিন, সাবেক সহ-সভাপতি, এফবিসিসিআই, তপন কুমার মজুমদার, পরিচালক, এফবিসিসিআই এবং মো. আমির হোসেন নূরানী, পরিচালক, এফবিসিসিআই। নির্বাচনে আপিল বোর্ডের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন মো. ইসহাকূল হোসেন সুইট, পরিচালক, এফবিসিসিআই।

এ সম্পর্কিত আরো সংবাদ
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০