ঢাকা   ১৯শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ । ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
শিরোনাম :
বালু খেকোদের অভয়ারণ্য বাজিতপুরের দিলালপুর কুমারখালীতে বর্ণাঢ্য আয়োজনে তারুণ্যের উৎসব উদযাপন ফায়ার সার্ভিসের ছয় কর্মকর্তার পদোন্নতি আগামী ১৮ জানুয়ারি সোনারগায়ে মাসব্যাপী লোকজ মেলা শুরু ভালুকায় দুর্ধর্ষ ডাকাতি, টাকা-সোনা লুট কেরানীগঞ্জে ৩০০ বছরের পুরনো ঐতিহ্যবাহী পৌষ সংক্রান্তি মেলা, রক্ষাকালী মায়ের বাৎসরিক পূজা ও ঘুড়ি উৎসব নিকলী উপজেলা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন: সভাপতি মিঠু, সম্পাদক হেলিম বিআইএ নির্বাচন: উৎসবমুখর পরিবেশে চলছে মনোনয়নপত্র দৈনিক বিজনেস ফাইল ই-পেপার (বুধবার, ১৫ জানুয়ারি ২০২৫) শতাধিক পণ্য ও সেবার উপর মূল্য সংযোজন কর সম্পূরক শুল্ক বৃদ্ধি করায় বৈষম্যবিরোধী সংস্কার পরিষদের সংবাদ সম্মেলন

সাতকানিয়া-লোহাগাড়ার পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দের সাথে সম্রাট শাহজাহানের মতবিনিময়

প্রতিবেদকের নাম
  • প্রকাশিত : রবিবার, অক্টোবর ১৩, ২০২৪
  • 316 শেয়ার

বিজনেস ফাইল ডেস্ক
বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাম্প্রদায়িক সম্প্রীতির বার্তা নিয়ে সাবেক ছাত্রদল নেতা ও জিয়াউর রহমান সমাজকল্যাণ পরিষদের কেন্দ্রীয় কমিটির শিক্ষা ও গবেষণা এবং তথ্যপ্রযুক্তি বিষয়ক সম্পাদক সম্রাট শাহজাহান সাতকানিয়া-লোহাগাড়ার পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দের সাথে মতবিনিময় করেছেন।
তিনি সাতকানিয়া ও লোহাগাড়ার বিভিন্ন দুর্গাপূজা উদযাপন মন্ডপে সনাতন ধর্মাবলম্বীদের বেগম খালেদা জিয়া এবং তারেক রহমানের শারদীয় শুভেচ্ছা পৌঁছে দেন।
সম্রাট শাহজাহানের সফরসঙ্গী হিসেবে ছিলেন উপজেলা বিএনপি যুগ্মআহ্বায়ক মোমিন চৌধুরী, সাতকানিয়া পৌরসভা যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক হাজী মো. মুছা আলম এবং একদল তরুণ ও যুবনেতা।
সম্রাট শাহজাহান বলেন, দেশনায়ক তারেক রহমানের নির্দেশে তরুণ-যুবনেতাদের সাথে নিয়ে সাতকানিয়া-লোহাগাড়ার শতবর্ষী ঐতিহ্যবাহী বিভিন্ন মন্দিরের পূজা মন্ডপে গিয়ে পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দের সাথে মতবিনিময় করেছি।
সমৃদ্ধ বাংলাদেশ গঠনের জন্য অসাম্প্রদায়িক সমাজের প্রয়োজনীয়তার বিষয়ে সকলেই ঐক্যমত পোষণ করেন।
মতবিনিময়কালে সনাতন ধর্মাবলম্বীদের সম্রাট শাহজাহান আশ্বস্ত করেন যে, বিএনপির সাম্প্রদায়িক সম্প্রীতির চেতনার রাজনীতিই বাংলাদেশের সমাজকে সমৃদ্ধ করবে।
এ সময় পূজা উদযাপন কমিটির সনাতন ধর্মাবলম্বী নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন সুকুমার কারণ, শ্যামল দত্ত, রাজীব নন্দী, সোমা শর্মা চক্রবর্তী, রিন্টু কুমার ধর, আপন ধর, ঢেমশা ইউনিয়নের মেম্বার পলাশ সেন প্রমুখ।
এছাড়া সাতকানিয়ার কৃতি সন্তান বিশিষ্ট হৃদরোগ বিশেষজ্ঞ প্রবীর পালের সাথে একান্ত বৈঠকে মিলিত সম্রাট শাহজাহান।
এসময় প্রবীর পালে সাথে সাতকানিয়ায় সনাতনী ঐতিহ্য রক্ষায় বিভিন্ন রাজনৈতিক পদক্ষেপ নিয়ে আলোচনা হয়।

এ সম্পর্কিত আরো সংবাদ
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০