আবির হোসেন সজল , লালমনিরহাট
বৃহস্পতিবার ১৪ই ডিসেম্বর, শহীদ বুদ্ধিজীবী দিবস ১৯৭১ সালের এই দিনে পাক হানাদার বাহিনী ও আলবদর-আলশামস্ দেশকে মেধাশূন্য করতে দেশের বিশিষ্ট বুদ্ধিজীবীদের নির্মমভাবে হত্যা করে। সারা দেশের ন্যায় যথাযথ মর্যাদায় লালমনিরহাটে জেলায়ও পালিত হলো দিনটি।
লালমনিরহাট জেলা প্রশাসক এর কার্যালয়ে শহীদ বুদ্ধিজীবীদের স্মরণে একটি আলোচনা সভা ও সন্ধ্যায় মোমবাতি প্রজ্বলন অনুষ্ঠিত হয়। উক্ত আলোচনা সভা ও মোমবাতি প্রজ্বলনে লালমনিরহাট জেলা পুলিশের পক্ষ উপস্থিত ছিলেন লালমনিরহাট জেলা পুলিশের সম্মানিত অভিভাবক জনাব মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন স্বাধীন বাংলাদেশকে মেধাশূন্য করার অভিপ্রায়ে পাকিস্তানি দুঃশাসনের দিনগুলোতে আমাদের লেখক, সাংবাদিক, শিল্পী ও বুদ্ধিজীবীরা বিবেকের কণ্ঠস্বর হিসেবে দায়িত্ব পালন করেছেন। নিজেদের জ্ঞান-মনীষা ও অধ্যবসায়ের মাধ্যমে জাতিকে পথ দেখিয়েছেন, আলোকিত করেছেন। এসব কারণেই পাকিস্তানি হানাদার বাহিনী ও তাদের দোসরদের হিংসার শিকার হয়েছেন। আজ এই দিনে আমরা জাতির এই মহান সন্তানদের শ্রদ্ধাবনতচিত্তে স্মরণ করছি।