স্টাফ রিপোর্টার গোলাম মোস্তফা
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন ময়মনসিংহের ভালুকা উপজেলা শিক্ষক সমিতির নেতৃবৃন্দ।
বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) বিকেল চারটার বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র কেন্দ্রীয় কার্যালয়ে তাঁরা রিজভী আহমেদ সাথে সাক্ষাৎ করেন। সাক্ষাৎ অনুষ্ঠানে ভালুকা উপজেলা নবগঠিত শিক্ষক সমিতি সভাপতি বাউলিয়া বাজার বালিকা উচ্চ বিদ্যালয় শিক্ষক নাজমুল হক, জামিরা পাড়া সমীরুদ্দিন মেমোরিয়াল উচ্চ বিদ্যালয় সহকারি প্রধান শিক্ষক মোহাম্মদ নজরুল ইসলাম বিএসসি, সমিতির সহ-সভাপতি নাজমুল আলম সোহাগ, সাধারণ সম্পাদক মোহাম্মদ এস এম সারওয়ার জাহান কামাল ও সাংগঠনিক সম্পাদক উপস্থিত ছিলেন।