ঢাকা   ২৩শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ । ১০ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ
শিরোনাম :
ফেনীতে লুট হওয়া অস্ত্র উদ্ধার করতে না পারা আমাদের ব্যর্থতা : পুলিশ সুপার ফেনীতে সাংবাদিকতায় দিনব্যাপী বুনিয়াদি প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত ভালুকায় রাজৈ সজনগাও যুব সমাজের উদ্যোগে খেলা ও মেলা অনুষ্ঠিত মানিকগঞ্জে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে বিভক্তি: পদত্যাগ ও অবরোধের হুমকি মানিকগঞ্জে সীমানা বিরোধে প্রতিবেশীকে কুপিয়ে জখম ফেনী সদরের হোটেল শ্রমিকদের মিছিল ও সমাবেশ এটিএম আজহারুল ইসলামের মুক্তির দাবিতে ফেনীতে জামায়াতের বিক্ষোভ মিছিল ফেনীতে মহাসড়ক দুর্ঘটনায় নিহত সবাই ছিলেন নির্মাণশ্রমিক চাকরিতে পুনর্বহালসহ গ্রামীণফোনের কর্মীদের তিন দফা দাবিতে সংবাদ সম্মেলন বাংলাদেশে এখনো হুমকি-হামলার শিকার হচ্ছেন সাংবাদিকেরা: সিপিজে

মানিকগঞ্জে সীমানা বিরোধে প্রতিবেশীকে কুপিয়ে জখম

প্রতিবেদকের নাম
  • প্রকাশিত : শনিবার, ফেব্রুয়ারি ২২, ২০২৫
  • 25 শেয়ার

মোঃ বজলুর রহমান
মানিকগঞ্জে বাড়ির সীমানা নিয়ে বিরোধের জেরে প্রতিবেশীর উপর হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় তিনজন গুরুতর আহত হয়েছেন।
জানা গেছে, গত ১৮ ফেব্রুয়ারি দুপুর ২টার দিকে সিংগাইর উপজেলার বলধারা ইউনিয়নের কালিয়াকৈর গ্রামে এ হামলার ঘটনা ঘটে। হামলায় নারগিস আক্তার (৩৭), তার শ্বশুর চমক আলী (৬৫) ও শাশুড়ি করিমন বেগম (৫৫) গুরুতর আহত হন। নার্গিসের মাথায় বেশ কয়েকটি সেলাই দিতে হয়েছে। বর্তমানে তারা মানিকগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

এ ঘটনায় একই গ্রামের বাদশা, বাচ্চু, আশরাফুল, আউসি, সুমি, সোহান, আমেনাসহ ৭জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ৭ থেকে ৮ জনের নামে সিংগাইর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী নারগিস আক্তার।
অভিযোগে নারগিস আক্তার জানান, দীর্ঘদিন ধরে প্রতিবেশী বাদশার পরিবারের সঙ্গে তাদের বাড়ির সীমানা নিয়ে বিরোধ চলছিল। ১৮ ফেব্রুয়ারি দুপুরে বাদশা ও তার সহযোগীরা আমাদের বাড়িতে এসে দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায়। মারধরের একপর্যায়ে তারা আমার এবং শাশুড়ীর গলায় থাকা দু’টি স্বর্ণের চেইন এবং ঘরের সুটকেস থেকে ৫৫ হাজার টাকা লুট করে নিয়ে যায়। তারা প্রভাবশালী হওয়ায় বিভিন্ন মাধ্যমে আমাদেরকে হুমকি-ধামকি দিচ্ছে। থানা পুলিশ এখনো পর্যন্ত কোনো ব্যবস্থা নেয় নাই। আমরা চরম নিরাপত্তা হীনতার মধ্যে আছি।

সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহিদুল ইসলাম বলেন, এ ঘটনায় একটি লিখিত অভিযোগ পেয়েছি। অভিযোগটি তদন্ত করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

এ সম্পর্কিত আরো সংবাদ
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০