ঢাকা   ১৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ । ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
শিরোনাম :
বালু খেকোদের অভয়ারণ্য বাজিতপুরের দিলালপুর কুমারখালীতে বর্ণাঢ্য আয়োজনে তারুণ্যের উৎসব উদযাপন ফায়ার সার্ভিসের ছয় কর্মকর্তার পদোন্নতি আগামী ১৮ জানুয়ারি সোনারগায়ে মাসব্যাপী লোকজ মেলা শুরু ভালুকায় দুর্ধর্ষ ডাকাতি, টাকা-সোনা লুট কেরানীগঞ্জে ৩০০ বছরের পুরনো ঐতিহ্যবাহী পৌষ সংক্রান্তি মেলা, রক্ষাকালী মায়ের বাৎসরিক পূজা ও ঘুড়ি উৎসব নিকলী উপজেলা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন: সভাপতি মিঠু, সম্পাদক হেলিম বিআইএ নির্বাচন: উৎসবমুখর পরিবেশে চলছে মনোনয়নপত্র দৈনিক বিজনেস ফাইল ই-পেপার (বুধবার, ১৫ জানুয়ারি ২০২৫) শতাধিক পণ্য ও সেবার উপর মূল্য সংযোজন কর সম্পূরক শুল্ক বৃদ্ধি করায় বৈষম্যবিরোধী সংস্কার পরিষদের সংবাদ সম্মেলন

বেলকুচি উপজেলা কৃষি অফিসে চলছে অনিয়ম

প্রতিবেদকের নাম
  • প্রকাশিত : বুধবার, অক্টোবর ৯, ২০২৪
  • 143 শেয়ার

সিরাজগঞ্জ প্রতিনিধি
সিরাজগঞ্জের বেলকুচি রোধ হলো না কৃষি অফিসের দুর্নীতি। আওয়ামী সরকার ক্ষমতায় থাকাকালীন সময়ে নানা দুর্নীতি হয়েছে বেলকুচি কৃষি অফিসে।
কৃষকের জন্য সরকারী বরাদ্দকৃত সার, বীজ, কৃষির নানা উপকরণ সহ সরকারের দেয়া প্রণোদনার নগদ টাকা নাম মাত্র কৃষককে দিয়ে, বাদ বাকী সবই পকেটে ভরেছেন দায়িত্বে থাকা কৃষি কর্মকর্তা। বিগত সময় সাবেক সরকার কৃষি অধিদপ্তরের আওতায় মানুষের বারতি পুষ্টি জন্য একটি প্রকল্প চালু করে বসতবাড়ির আঙ্গিনায় পারিবারিক সবজি পুষ্টি বাগান বেলকুচিতে ৬ টি ইউনিয়ন ও ১ টি পৌরসভায় নতুন পুরাতন মিলে প্রায় ৬৫০টি বাড়িতে এই বাগান রয়েছে। সরকার প্রতি বছর সবজি বাগানের জন্য ২ হাজার টাকার বিনামুল্যে সার, বীজ সহ পরিচর্যার জন্য কৃষি উপকরণ উপজেলা কৃষি অফিসের মাধ্যমে দিয়ে থাকে,ত বে উপজেলা কৃষি কর্মকর্তা সুকান্ত ধর প্রতিস্থাপিত পুরান সবজি বাগানের এই সব কৃষককে নিম্ন মানের বীজ, বাগান রক্ষার জন্য কিছু নেট রশী বিতরণ করে বাদবাকী রাসায়নিক সার সহ অন্যান্য উপকরণ না দিয়ে মাস্টার রোলে বিতরণ দেখিয়েছন বলে অভিযোগ উঠেছে।

নতুন বাগানীদের রবি, ক্ষরিপ-১ ক্ষরিপ-২ এই তিন মৌসমের জন বরাদ্দ দেয় বাগানে পানি দেওয়ার ঝাঝড়ি,একটি মগ,কিছু জৈব সার বাদবাকি বরাদ্দকৃত সার সহ অন্যান্য কৃষি উপকরণ না দিয়ে কৃষি কর্মকর্তা তার পকেটে ভরছেন বলে তার বিরুদ্ধে নানা অভিযোগ উঠেছে। খোজ নিয়ে আরও জানা যায় প্রতিটা ইউনিয়নে ১০০ জন পুষ্টি বাগানের কৃষকের মধ্যে ২০থেকে ২৫ জন কৃষকের মাঝে বীজ ও নাম মাত্র কৃষি উপকরণ বিতন করা হয়েছে বলে জানা যায়।

এবিষয়ে বেলকুচি ইউনিয়নের দারিয়াপুর কৃষক হোসেন সরোয়ার্দী বলেন একবার পেয়েছিলাম কিছু সার বীজ তার পর আর কোন কিছু পাইনি দায়িত্বে থাকা কৃষি উপ-সহকারী খোজ খবর নেইনি,বীজ সার কোন কিছু আমাকে দেওয়া হয়নি।
বিশ্বাস বাড়ির পুষ্টি বাগানের কৃষক মনিজা বলেন,বেলকুচি কৃষি অফিস থেকে এ বছর শুধু সবজি বীজ, বাগান রক্ষার জন্য নেট রসি ছাড়া কিছু আমাদের দেওয়া হয়নি। রাসায়নিক সার একটি মগ,ঝাঝরি এগুলো পাইনি,পরে দেবে কি না সেটা বলেনি। শেলবরিসা বাগানী জহুরুল ইসলাম বলেন নতুন বাগান করেছি কৃষি অফিস থেকে শুধু পেয়েছি সবজি বীজ জৈব সার বাগান রক্ষার জন্য কিছু নেট এছাড়া আর কিছু পাইনি।
এ দিকে উপজেলার বিভিন্ন ইউনিয়ন ঘুরে পুষ্টি বাগানিদের সাথে কথা বলে জানা যায়, বেলকুচি কৃষি অফিস থেকে কিছুই জানানো হয়নি পুষ্টি বাগানের উপকরণ বিষয়ে যাদের জানানো হয়েছে নাম মাত্র কিছু কৃষি পেয়েছে বলে জানতে পাওয়া যায়।
এবিষয়ে বেলকুচি উপজেলা কৃষি কর্মকর্তা সুকান্ত ধর বলেন,পুষ্টি বাগানের জন্য সরকারী বরাদ্দকৃত কৃষি উপকরণ সঠিক নিয়মে বিতরণ করা হয়েছে।রাসায়নিক সার উন্নত জাতের বীজ দেওয়া হয়নি বিষয়ে তিনি বলেন রাসায়নিক সারের পরিবর্তে জৈব সার ও উন্নত জাতের বীজ দেওয়া হয়েছে।

এ সম্পর্কিত আরো সংবাদ
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০