মোহাম্মদ খলিলুর রহমান
ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ করার লক্ষ্যে দ্বিতীয় ধাপে সারাদেশের ন্যায় কিশোরগঞ্জের তিন উপজেলায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ৭ প্লাটুন মোতায়েন করা হয়। এসব উপজেলায় গত রোববার (১৯ মে) থেকে দায়িত্ব পালন করছেন বিজিবি নেত্রকোনা ব্যাটালিয়ান (৩১ বিজিবি) এর সদস্যরা।
জানা গেছে, আজ ২১ মে অনুষ্ঠিত উপজেলা পরিষদ নির্বাচনের দ্বিতীয় ধাপে স্থানীয় বেসামরিক প্রশাসনকে সহায়তার নিমিত্তে ইন এইড টু সিভিল পাওয়ার এর আওতায় ১৯ থেকে ২৩ মে পর্যন্ত নির্বাচনী এলাকায় শান্তি-শৃংখলা রক্ষার্থে বিজিবি মোবাইল ও স্ট্রাইকিং ফোর্স হিসেবে কাজ করছেন । ৭ প্লাটুনের মধ্যে ৩ প্লাটুন কটিয়াদী, ২ প্লাটুন হাওড়ার অধ্যুষিত নিকলী ও ২ প্লাটুন অষ্টগ্রামে দায়িত্ব পালন করছেন ।
জেলা নির্বাচন কর্মকর্তা জানান, নির্বাচন স্বচ্ছ ও নিরপেক্ষভাবে সম্পন্ন করতে র্যাব, পুলিশের পাশাপাশি ৭ প্লাটুন বিজিবি স্ট্রাইকিং ফোর্স হিসেবে মোতায়েন আছে। এছাড়াও প্রতিটি কেন্দ্রেই পুলিশ ও আনসার সদস্যরা আইনশৃঙ্খলা রক্ষায় মোতায়েন ছিল।