ঢাকা   ১৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ । ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
শিরোনাম :
বালু খেকোদের অভয়ারণ্য বাজিতপুরের দিলালপুর কুমারখালীতে বর্ণাঢ্য আয়োজনে তারুণ্যের উৎসব উদযাপন ফায়ার সার্ভিসের ছয় কর্মকর্তার পদোন্নতি আগামী ১৮ জানুয়ারি সোনারগায়ে মাসব্যাপী লোকজ মেলা শুরু ভালুকায় দুর্ধর্ষ ডাকাতি, টাকা-সোনা লুট কেরানীগঞ্জে ৩০০ বছরের পুরনো ঐতিহ্যবাহী পৌষ সংক্রান্তি মেলা, রক্ষাকালী মায়ের বাৎসরিক পূজা ও ঘুড়ি উৎসব নিকলী উপজেলা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন: সভাপতি মিঠু, সম্পাদক হেলিম বিআইএ নির্বাচন: উৎসবমুখর পরিবেশে চলছে মনোনয়নপত্র দৈনিক বিজনেস ফাইল ই-পেপার (বুধবার, ১৫ জানুয়ারি ২০২৫) শতাধিক পণ্য ও সেবার উপর মূল্য সংযোজন কর সম্পূরক শুল্ক বৃদ্ধি করায় বৈষম্যবিরোধী সংস্কার পরিষদের সংবাদ সম্মেলন

বিতর্কিত সভাপতি লায়লা নাজনীন থেকে মুক্তি চায় নারী সংগঠন চেষ্টা’র নেতৃবৃন্দ

প্রতিবেদকের নাম
  • প্রকাশিত : মঙ্গলবার, মে ২১, ২০২৪
  • 246 শেয়ার

বিশেষ প্রতিনিধি

প্রশাসনিক সংস্থা মহিলা অধিদপ্তর, সংগঠনের প্রতিষ্ঠাতা সদস্যবৃন্দ কারোর কথায় শুনতে রাজি নন জাতীয় পর্যায়ের প্রতিষ্ঠিত নারী সংগঠন চেষ্টা’র সভাপতি লায়লা নাজনীন।
ভাবখানা যেন এমন তার তিনি এ সংগঠনের পিতা-মাতা। সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণের তিন বছর প্রায় শেষ হয়ে আসলেও (৩০ জুন ২০২৪) পরবর্তী নির্বাচনের জন্য তিনি কোন ধরনের পদক্ষেপ গ্রহণ করেননি এখন পর্যন্ত। তার মধ্যে এমন জুজুর ভয় কাজ করছে যে তিনি কাউকে দায়িত্ব দিতে সাহসও পাচ্ছেন না।
বরঞ্চ যারা সংগঠনের জন্য বেশি খাটেন কিংবা অনুদান বেশি আনেন তাদের সদস্যপদ সমূহ তিনি হুমকির মধ্যে এনেছেন। সংগঠনের ধারা মেনে না চলা তার নিত্যদিনের সাথী হয়ে দাঁড়িয়েছে। স্বামী সাবেক সেনাপ্রধান জেনারেল হারুন কে এ সংগঠনের প্রধান উপদেষ্টা বানানোর চেষ্টা করেছেন বারবার। এ ব্যাপারে কথা বলতে গেলেই কয়েক জনের নামে মামলাও ঠুকে দিয়েছেন তিনি।
ব্যাপারটা এমন যে এ সংগঠন না করলে তার যেন পেটের ভাত হজম হবে না।
সংগঠনের টাকা খরচ করে তিনি যেন বিভিন্ন কর্মকর্তা / সদস্যকে ম্যানেজ মিশনে নেমেছেন। গত তিন বছরে তিনি রাওয়া ক্লাব, ঢাকা ক্লাবসহ বিভিন্ন স্থানে সদস্যদের মাধ্যমে আনা অর্থ যে উদ্দেশ্যে সংগঠন তা না করে শুধুই খরচ করে চলেছেন। কেউ কথা বললেই তাকে হুমকি-ধামকি আর দেখে নেবেন এমন কটুবাক্য ছুড়ে দিয়েছেন যত্রতত্র।
যে উদ্দেশ্যে সংগঠনটি প্রতিষ্ঠা সে উদ্দেশ্য থেকে তিনি অনেকটাই এখন দূরে চলে এসেছেন। প্রতিষ্ঠাতা সদস্যদের নিয়ে সংগঠনটি পরবর্তীতে কিভাবে এগুবে এ ব্যাপারে প্রশ্ন করলে তিনি এড়িয়ে যান। বিতর্কিত মাল্টিলেভেল প্রতিষ্ঠান ডেসটিনি থেকে অনুদান যাতে নেওয়া না হয় এ ব্যাপারে যারা কথা বলেছেন তাদের উপর তিনি ভীষন ক্ষিপ্ত। ব্যাপারটা এমন যে তারা যেন তার থলের বিড়াল কি বের করে দিতে চেয়েছেন?
আসলে লায়লা নাজনীন সংগঠনটি কে নিয়ে শেষ পর্যন্ত কি করতে চান এ ব্যাপারে তিনি কোন মন্তব্য করা থেকে বিরত রয়েছেন কেন সংগঠনের সদস্যরা জানতে চান? প্রতিষ্ঠাতা সদস্যসহ অধিকাংশ সদস্যই চান সংগঠনে স্বাভাবিকভাবে একটি নির্বাচনের মাধ্যমে আগামী কমিটি গঠন করা হোক।

এ সম্পর্কিত আরো সংবাদ
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০