বিজনেস ফাইল প্রতিবেদক
গতকাল ২৮ অক্টোবর ২০২৩ বর্তমান সরকার পদত্যাগের দাবিতে বিএনপির আন্দোলনে ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটে। এতে এক পুলিশ সদস্য নিহতসহ বেশ কয়েকজন আহত হয়েছেন। স্থানীয় ও প্রত্যক্ষদর্শীদের বর্ণনা মতে বিএনপি নেতা কর্মীদের মধ্যে মো. আশিকুর রহমান, বাবর আলী, সোহাগ, সুমন, মো. জাকির হোসেন, বেলাল উদ্দিন যুবদলের অন্যান্য নেতাকর্মীরা গাড়ি পোড়ানো, গাড়ি ভাংচুর, ককটেল বিস্ফোরণ ঘটিয়ে ৫৩, ৫৪, ৫৫, ৫৬, ৫৭, ৫৮, ৫৯, ৬০ নং ওয়ার্ডসহ ঢাকা শহরের বিভিন্ন এলাকায় ত্রাস সৃষ্টি করে।
এদিকে সরকার দলের নেতাকর্মীরা বিএনপির আন্দোলনকে রুখে দিতে পাল্টা কর্মসূচি দেয়, উক্ত আন্দোলনকে সমর্থন দেয় ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকার, তার অঙ্গ সংগঠন, ছাত্রলীগ, যুবলীগ এবং পুলিশ প্রশাসন। একইদিন দুই দলের কর্মসূচি হওয়ায় দুই দলের মধ্যে সংঘটিত হয় ধাওয়া পাল্টা ধাওয়া, সংঘাত, সংঘর্ষ, ককটেল বিস্ফোরণ, লাঠিসোটা দিয়ে একে অপরকে আঘাত, গাড়ি পোড়ানো, গাড়ি ভাংচুরের মতো বিভিন্ন সংঘর্ষ সংঘটিত হয়। এতে উভয় দলের নেতাকর্মীরা আহত হয় এবং সেই সাথে দায়িত্বরত একজন পুলিশ সদস্য নিহত হয়। উক্ত বিষয়ে মামলা প্রক্রিয়াধীন। বিএনপির অনেক নেতাকর্মী গ্রেফতার হয়েছেন। উপরে উল্লেখিত সকল আসামীরা বর্তমানে পলাতক রয়েছে।