ঢাকা   ১৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ । ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
শিরোনাম :
বালু খেকোদের অভয়ারণ্য বাজিতপুরের দিলালপুর কুমারখালীতে বর্ণাঢ্য আয়োজনে তারুণ্যের উৎসব উদযাপন ফায়ার সার্ভিসের ছয় কর্মকর্তার পদোন্নতি আগামী ১৮ জানুয়ারি সোনারগায়ে মাসব্যাপী লোকজ মেলা শুরু ভালুকায় দুর্ধর্ষ ডাকাতি, টাকা-সোনা লুট কেরানীগঞ্জে ৩০০ বছরের পুরনো ঐতিহ্যবাহী পৌষ সংক্রান্তি মেলা, রক্ষাকালী মায়ের বাৎসরিক পূজা ও ঘুড়ি উৎসব নিকলী উপজেলা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন: সভাপতি মিঠু, সম্পাদক হেলিম বিআইএ নির্বাচন: উৎসবমুখর পরিবেশে চলছে মনোনয়নপত্র দৈনিক বিজনেস ফাইল ই-পেপার (বুধবার, ১৫ জানুয়ারি ২০২৫) শতাধিক পণ্য ও সেবার উপর মূল্য সংযোজন কর সম্পূরক শুল্ক বৃদ্ধি করায় বৈষম্যবিরোধী সংস্কার পরিষদের সংবাদ সম্মেলন

বাজিতপুরে চালককে হত্যা করে অটোরিকশা ছিনতাই

প্রতিবেদকের নাম
  • প্রকাশিত : মঙ্গলবার, জুলাই ১৬, ২০২৪
  • 139 শেয়ার

মোহাম্মদ খলিলুর রহমান
কিশোরগঞ্জের বাজিতপুরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে আহত অটোচালক মো: ইছাক মিয়া (৬২) মৃত্যু হয়েছে। সোমবার (১৫ জুলাই) রাত ১০ টার দিকে বাজিতপুর সরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
নিহত মোঃ ইছাক মিয়া বাজিতপুর উপজেলার দিলালপুর ইউনিয়নের তাতালচর গ্রামের মৃত বুলু মিয়ার ছেলে।
পুলিশ সূত্রে জানা গেছে, সোমবার রাত সাড়ে ৯ টার দিকে যাত্রীবেশে তিনজন ছিনতাইকারী বাজিতপুর বাজার থেকে হিলচিয়া যাওয়ার কথা বলে অটোরিকশাটি ভাড়া করে। পরে সরিষাপুর এলাকায় নিয়ে তারা অটোরিকশার চালক ইছাককে জোর করে নামিয়ে দেয় এবং তাকে চাকুর আঘাতে আহত করে অটো নিয়ে পালিয়ে যায় ।
এলাকাবাসী আহত অটোচালককে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায় সে খানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
বাজিতপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সত্যজিৎ কুমার ঘোষ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, রাত পৌনে ১০টার দিকে বাজিতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে আমার কাছে ফোন আসে । আমি আর ওসি সাহেব সে খানে যায় । পরে কিশোরগঞ্জ জেলার পুলিশ সুপার মোহাম্মদ রাসেল শেখ স্যার সহ আমরা ঘটনার স্থল পরিদর্শন করি । রাতে ছিনতাইকারীকে ধরতে আর অটোরিকশা উদ্ধারে বাজিতপুর থানা পুলিশের একটি টিম তৎপর হয় । পরে উপজেলার নোয়াপাড়া গ্রাম থেকে অটোরিকশা উদ্ধার করা হয় । মরদেহ ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ জেলা হাসপাতালে পাঠানো হয়েছে। এ বিষয়ে পরিবারের পক্ষ থেকে থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

এ সম্পর্কিত আরো সংবাদ
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০