সাব্বির আহাম্মদে মানিক
কিশোরগঞ্জ বাজিতপুর উপজেলা যুব দলের ভারপ্রাপ্ত আহ্বায়ক মজতুবা আলী জাহাঙ্গীর দায়িত্ব পাওয়ায় জাতীয়তাবাদী যুবলদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আব্দুল মোনায়েম মুন্না, সাধারণ সম্পাদক নূরুল ইসলাম নয়ন, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য, জেলা বিএনপির সহ-সভাপতি ও উপজেলা আহ্বায়ক শেখ মজিবুর রহমান ইকবাল, উপজেলা ১নং যুগ্ম আহ্বায়ক মনিরুজ্জামান মনির, কিশোরগঞ্জ জেলার যুবদলের সভাপতি খসরুজ্জামান শরিফ, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মাসুদ সুমন কে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে আজ মঙ্গলবার বিকাল ৪ ঘটিকায় উপজেলা যুবদলের আনন্দ মিছিল করা হয়। মিছিলের পরে পথ সভায় বক্তব্য রাখেন উপজেলা ভারপ্রাপ্ত আহ্বায়ক মজতুবা আলী জাহাঙ্গীর, জেলা যুবদলের সহ-সভাপতি কাজী এমদাদুল ইসলাম কহিনূর, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক এড. খাইরুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক মো. হামিদুল হক ভূইয়া, যুগ্ম আহ্বায়ক বাবু সজিন বণিক, ছাত্রদলের আহ্বায়ক শাহরিয়ার শামীম, ছাত্রদলের সদস্য সচিব ইফতেখার হায়দার ইফতি ও বাজিতপুর কলেজ শাখার ছাত্রদলের সাবেক সভাপতি আব্দুল্লাহ আল মনছুর প্রমুখ। ভারপ্রাপ্ত আহ্বায়ক মজতুবা আলী জাহাঙ্গীর উপজেলা যুবদল ও সকল নেতৃবৃন্দের সহযোগিতা কামনা করেন। আগামীতে আন্দোলন সংগ্রামে অগ্রণী ও ভূমিকা পালন করবো।