
বিজনেস ফাইল প্রতিবেদক
শনিবার রাজধানীতে ‘বাংলাদেশের দলিত সম্প্রদায় : অবহেলিত এক জনগোষ্ঠী এবং আমাদের দায়বদ্ধতা’ শীর্ষক একটি সেমিনার অনুষ্ঠিত হয়েছে। এর আয়োজন করেছে বাংলাদেশ জাতীয় হিন্দু সমাজ সংস্কার সমিতি। সেমিনারে মূলপ্রবন্ধ উপস্থাপন করেন অধ্যাপক ড. গয়ানাথ সরকার। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা সুব্রত চৌধুরী, সিনিয়র এডভোকেট বাংলাদেশ সুপ্রীম কোর্ট এবং সভাপতি ভোলানন্দ গিরি আশ্রম ট্রাষ্ট। আলোচনায় অংশ নেন সিনিয়র এডভোকেট মুক্তিযোদ্ধা ড. জে. কে পাল, সম্মিলিত সনাতন পরিষদের সাধারণ সম্পাদক প্রদীপ কুমার আচার্য্য, সাবেক যুগ্ম সচিব ড. সমীর কুমার বিশ্বাস, জাতীয় জাদুঘরের সাবেক কীপার ড. বিজয় কৃষ্ণ বণিক, বাংলা একাডেমীর পরিচালক ড. তপন বাগচী, জাত-পাত বিলোপ জোটের সদস্য সচিব এডভোকেট উৎপল বিশ্বাস, সিনিয়র এডভোকেট প্রহলাদ দেবনাথ প্রমূখ।
এতে সভাপতিত্ব করেন, সমিতির সভাপতি অধ্যাপক হীরেন্দ্র নাথ বিশ্বাস। সেমিনারের আহ্বায়ক ছিলেন সংগঠনের সহ-সভাপতি মনোরঞ্জন মন্ডল মনোজ এবং সঞ্চালনায় ছিলেন সিনিয়র সাংবাদিক শিবশংকর মোদক। অনুষ্ঠানে সংগঠনের পক্ষে বক্তব্য দেন বিমল চন্দ্র চক্রবর্তী, রেপার্টিয়ার এর দায়িত্ব পালন করেন অনিমেষ চন্দ্র বিশ্বাস ও ক্ষিরোদ বর্মনতপু। অনুষ্ঠানটির সার্বিক সমন্বয় করেন সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক রতন চন্দ্র পাল এবং অর্থ সম্পাদক দিপক কুমার পাল।
এই সেমিনারের অন্যতম উদ্দেশ্য হলো গবেষণা লব্ধ তথ্যের আলোকে সরকারি ও বেসরকারি সংস্থাগুলোর জন্য নীতিগত সুপারিশ প্রণয়ন, সামাজিক সংহতি বৃদ্ধি ও উপায় নির্ধারণ এবং কর্মসংস্থান সৃষ্টিমূলক উদ্যোগ গ্রহণে অংশীদারদের ভূমিকা চিহ্নিত করা। এই সেমিনার দলিত জনগোষ্ঠীর প্রতি সামাজিক মনোভাবের ইতিবাচক পরিবর্তন ঘটিয়ে তাদের মর্যাদা, অধিকার ও অর্থনৈতিক অন্তর্ভুক্তি নিশ্চিত করার যৌথ প্রচেষ্টার পথ উন্মোচন করবে বলে অধিকাংশ আলোচক মন্তব্য করেছেন। বাস্তবতা বিবেচনায় সমস্ত শোষিত মানুষেরাই দলিত। দলিতদের উন্নয়ন নিশ্চিতে আইনী কাঠামোর ব্যাপক পরিবর্তন আশু জরুরি বলে মন্তব্য করেছেন সেমিনারের অন্যতম আলোচক ড. সমীর কুমার বিশ্বাস।
আপনার মতামত লিখুন :