ঢাকা   ১৬ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ । ১লা অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

পতিত স্বৈরাচারের দোসররা এখনো নানাবিধ ষড়যন্ত্রে লিপ্ত: সৈয়দ এহসানুল হুদা

প্রতিবেদকের নাম
  • প্রকাশিত : শনিবার, অক্টোবর ৫, ২০২৪
  • 230 শেয়ার

বাজিতপুর প্রতিনিধি
গতকাল শুক্রবার (৪ অক্টোবর) বাজিতপুর উপজেলার দিলালপুর ইউনিয়নের ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের আয়োজনে সাম্য ও মানবিক সমাজ বিনির্মাণ ও দেশনায়ক তারেক রহমান ঘোষিত রাষ্ট্র সংস্কারের ৩১ দফার উপর মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

দিলালপুর ইউনিয়ন বিএনপি’র সাবেক সভাপতি কামাল হোসেন কামিলের সভাপতিিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয় দলের চেয়ারম্যান ও ১২ দলীয় জোটের সমন্বয়ক সৈয়দ এহসানুল হুদা, প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বাজিতপুর পৌর বিএনপি’র সভাপতি ও সাবেক মেয়র এহসান কুফিয়া, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ জেলা যুবদলের অন্যতম সহ-সভাপতি অ্যাডভোকেট শাহ আলম, বাজিতপুর উপজেলা যুবদলের সদস্য সচিব আনিসুর রহমান খোকনসহ বাজিতপুর উপজেলা ও দিলালপুর ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।

প্রধান অতিথির বক্তব্যে জনাব হুদা বলেন ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে দ্বিতীয় স্বাধীনতা অর্জন করেছে বাংলাদেশ। ১৬ বছরের স্বৈরাচার হাসিনার শাসন মুক্ত হয়েছে এদেশ। তিনি বলেন দেশ হাসিনা মুক্ত হয়েছে ঠিকই কিন্তু জনগণ তার হারানো অধিকার এখনও ফিরে পায়নি। পতিত স্বৈরাচারের দোসররা এখনো নানাবিধ ষড়যন্ত্রে লিপ্ত এবং দেশকে অস্থিতিশীল করার পায়তারা করছে। তিনি বলেন এই মুহূর্তে সবচেয়ে জরুরী সকল দেশপ্রেমিক এবং জাতীয়তাবাদী শক্তির ইস্পাত কঠিন ঐক্য।

জনাব হুদা অন্তর্বর্তীকালীন সরকারকে কোনরকম টালবাহানা না করে অবিলম্বে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানের সকল মিথ্যে মামলা প্রত্যাহারের জোর দাবি জানান।

জনাব হুদা আরো বলেন বাজিতপুরে বিএনপি নামধারী কতিপয় চাঁদাবাজ ও সন্ত্রাসীরা বিএনপির ভাবমূর্তি চরমভাবে ক্ষুন্ন করছে । তিনি অতিসত্বর বিএনপির এই সকল নেতা কর্মীদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণেরও দাবি জানান।

জনাব হুদা বলেন দেশ নায়ক তারেক রহমান ঘোষিত রাষ্ট্র সংস্কারের ৩১ দফা বাস্তবায়নের মাধ্যমে আমরা আমাদের স্বপ্নের বাংলাদেশ বিনির্মাণ করব।

এ সম্পর্কিত আরো সংবাদ
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০