ঢাকা   ১৯শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ । ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
শিরোনাম :
কামারখন্দে দলীয় প্রভাবে জলাধারের মুখ বন্ধ করে বাড়ি নির্মাণ করেছেন নায়েব রেজাউল করিম বিএভিএস হাসপাতাল বন্ধের ষড়যন্ত্রকারীদের শাস্তির দাবিতে সংবাদ সম্মেলন সোনারগাঁয়ে মাসব্যাপী লোক কারুশিল্প মেলা ও লোকজ উৎসবের উদ্ধোধন বনশ্রী আফতাবনগর প্রেসক্লাবের সভাপতি বাবলু পন্ডিত, সম্পাদক জহির রাজধানীতে কালকিনি ও মাদারীপুরের বিএনপি নেতাকর্মীদের সাথে মাহামুদ আলম সরদারের মতবিনিময় মিরপুরে অপরাজিতা পারিসার দুই দিনব্যাপী উদ্যোক্তা মেলা অনুষ্ঠিত কটিয়াদীতে তারুণ্যের উৎসব ব্যাডমিন্টন টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত কটিয়াদীতে আগামীর বাংলাদেশ নিয়ে উপস্থিত বক্তব্য অনুষ্ঠিত শেরপুরে মিথ্যা প্রেমে এবার ফাঁসলেন মুন্সীগঞ্জের তরুণী, অবশেষে বিয়ে সিলেট জেলা আইনজীবী সমিতি নির্বাচনে আওয়ামীপন্থিদের জয়

নির্বাচিত হলে পাইপ ও টিউবওয়েল এসোসিয়েশনের সেবক হব: সোলাইমান পারসী ফয়সাল

প্রতিবেদকের নাম
  • প্রকাশিত : সোমবার, ডিসেম্বর ১৬, ২০২৪
  • 43 শেয়ার

হিল্লোল কল্লোল

রাজধানীর মূল ব্যবসা কেন্দ্র পুরাতন ঢাকা। আর পুরাতন ঢাকার মূল এলাকা সিদ্দিক বাজার, নবাবপুর,আলু বাজার প্রভৃতি এলাকা।
এই এলাকা গুলোতে মূলত পাইপ, টিউবওয়েল, বাল্প ফিটিংস্ পন্যর জন্য বিখ্যাত । এ অঞ্চলে এক নামে সবাই তাকে চেনেন। তার বিবেকবোধ, দূরদর্শিতা চমকে যাওয়ার মত। বলছি একজন মার্জিত, সৎ ব্যবসায়ির কথা।
আগামী ২৮ ডিসেম্বর বাংলাদেশ পাইপ টিউবওয়েল মার্চেন্টস অ্যাসোসিয়েশনের দ্বি-বার্ষিক নির্বাচন। তিনি নির্বাচনে সমমনা পরিষদের প্যানেল লিডার । তিনি সোলায়মান পারসী ফয়সাল। ছোটবেলা থেকেই অনেক সাহসী ধৈর্য নিয়ে তিনি আজকের অবস্থানে এসে পৌঁছেছেন তিনি। দৈনিক বিজনেস ফাইলের সাথে এক সাক্ষাৎকারে তিনি বলেন আগামী নির্বাচনে এ সংগঠন থেকে আমি সভাপতি নির্বাচিত হলে আমি নিজেকে একজন সেবক হিসেবে ভাববো।
আমার আমি বলতে কিছু নেই। সংগঠনে আমরা যাই করি না কেন সবাই ঐক্যবদ্ধ ভাবে করবো।
ব্যবসায়ী মতিন খান বিগত দিনে সংগঠনকে নেতৃত্ব দিয়েছেন। সভাপত হিসেবে তার দক্ষতাও দেখিয়েছেন। এ সংগঠনে ২০১৪ সালে আমি সাধারণ সম্পাদক ছিলাম। ১৯৯৭-৯৯ এবং ২০০১ ২০০৩ মেয়াদে ট্রেজারার হিসেবে দায়িত্ব পালন করেছি। এ সংগঠনের প্রতিটি সদস্য আমাকে ভীষণ ভালোবাসে। সংগঠনে সদস্য অনেক।কিন্তু ভোটার ২৫২৩জন। আমার বিশ্বাস আমাদের প্যানেল কে ৮০% ভোটার ভোট দেবে। নির্বাচিত হলে সকলের মতামতের ভিত্তিতেই এসোসিয়েশন চালাবো। কারণ এ সংগঠনে কেউ আমার ভাই,কেউ আমার শ্রদ্ধাভাজন, আবার কেউ আমার স্নেহ ভাজন। ভেদাভেদ-মতভেদ পেছনে ফেলে আমরা এগিয়ে যাব। কেউ কোন বিষয়ে দ্বিমত পোষণ করলে সেটা আলোচনা করে সিদ্ধান্ত নেব। আমি এ সংগঠনে একজন পুরনো মানুষ। আগামী নির্বাচনে আমি এবং আমার প্যানেল সকলের ভালোবাসা পাবে ইনশাল্লাহ।
প্রশ্ন: সংগঠনের এই মুহূর্তে সবচেয়ে কি বেশি প্রয়োজন? উত্তর:অনেক সমস্যা আছে। ভ্যাট সমস্যাটা যেন ঠিকই করা যাচ্ছে না। ভ্যাট কে আমরা একটা জায়গায় নিয়ে আসতে পারিনি। সরকার ভ্যাট চায় এটা যেমন সত্য তেমনি দোকানদারও ভ্যাট দিতে চায় এটাও কিন্তু সত্য। কিন্তু কিভাবে? এই কিভাবের উত্তর টা আমাদের দরকার। আমরা চাই এনবিআর চাপিয়ে দেয়া কিছু আমরা মানবে না। আমাদের সাথে আলোচনা করেই ভ্যাটের বিষয়ে সঠিক সিদ্ধান্ত নিতে হবে। আর একটা কথা বিদেশে সকল দোকানে মেশিন থাকার ফলে এখানে কোন সমস্যা হয় না। আমাদের দোকান সমূহে কোথাও কর্মচারী ৭০ জন আবার কোথাও দুজন।
প্রশ্ন হচ্ছে ভ্যাটের কাউন্ট ডাউন টা কি হবে এটা তো আমাদের আলাপ আলোচনা করেই করতে হবে। ৭০ আর ২ জনের হিসাব তো এক হবে না। আমাদের পরিষ্কার বক্তব্য এনবিআর আমাদেরকে চোর হিসাবে জানে। ওরা সব সময় ভাবে আমরা ফাঁকি দিচ্ছি। একটা দেশে এ ধরনের ফাজলামি হতে পারে না সমমনা পরিষদ নির্বাচিত হলে অবশ্যই এ ব্যাপারে দৃঢ পদক্ষেপ নেবে।
নির্বাচিত হলে ভ্যাট বিষয়ে আমরা একটা গবেষণা সেল করব। বাংলাদেশে বর্তমান যে ভ্যাট ব্যবস্থা এসেছে তা অস্ট্রেলিয়ার একটা সফটওয়্যার দিয়ে ভিয়েতনামের company করেছে। হয় আমাদের ক্যাপাসিটি বিল্ড আপ করতে হবে অথবা এসআরও মাধ্যমে ভ্যাট নিতে হবে। ব্যবসায়ীরা ব্যবসা করেই তো ভ্যাট দেবে। পৃথিবী অন্যান্য দেশে ঠিক থাকলে আমরা কেন এটা ঠিক করতে পারছি না। আমাদের মাদার সংগঠন এফবিসিসিআই কেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে। ছাত্র-জনতার শক্তিতে বলিয়ান অন্তবর্তী কালীন সরকারকে এ ব্যাপারে দ্রুত সিদ্ধান্ত নিয়ে আমাদের গলার কাঁটা ঠিক করতে হবে।
প্রশ্ন: নির্বাচন নিয়ে কতটা সিরিয়াস আপনি?
দেখুন আমি ব্যাক বেঞ্চের ছাত্র নই। পড়াশোনা করেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে। পিতা সততার ব্যাপারে প্রশ্ন নেই। তিনি অতিরিক্ত সচিব হিসেবে অবসরে যেয়ে ব্যবসা শুরু করেন।আমি আমার পূর্বের সকল সভাপতি, মহাসচিবসহ সকল নতুন বৃন্দকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই। আপনারা বিগত দিনের অনেক সভাপতি কে ভোট দিয়েছেন। তাদের কার্যক্রম লক্ষ্য করেছেন।
আমি এবং আমার প্যানেল আপনাদের কাছে ভোট প্রার্থনা করছি। মাত্র একবার আমাদের সমমনা পর্ষদকে পুরো প্যানেলে বিজয় করুন। আমরা কথা দিচ্ছি ভ্যাটসহ আপনাদের অন্যান্য যেসব সমস্যা আছে তা আপনাদের সাথে নিয়েই আমরা সমাধান করবো ইনশাল্লাহ। সবশেষে বাংলাদেশ পাইপ এন্ড টিউবওয়েল মার্চেন্ট এসোসিয়েশন দীর্ঘজীবী হোক এই কামনা করি। আপনাদের সকলকে আবার ধন্যবাদ।

এক নজরে
১/ নাম: সোলায়মান পারসী ফয়সাল
২/শিক্ষাগত যোগ্যতা: এমএসএস ঢাবি
৩/ ব্যবসা : ব্যবস্থাপনা পরিচালক ফয়সল পলিমার ইন্ডা:লিমি.
সত্বাধিকারী: ফয়সাল এন্ড ব্রাদার্স
(পাইপ,টিউবওয়েল প্রোডাক্ট)
সিইও: প্রগতি পাবলিশার্স
(খ্যাতিমান শিশু বই প্রকাশক)
৪/অন্যান্য প্রতিষ্ঠান
পরিচালক: বাংলাদেশ গ্রীন পিস মুভমেন্ট
সদস্য, ঢাকা মিডিয়া ক্লাব লি.
সদস্য, সেভ দ্য চিলড্রেন
সদস্য, বাথরুম ফিটিংস ম্যানূ: এসো।

এ সম্পর্কিত আরো সংবাদ
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০