ঢাকা   ২৩শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ । ১০ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ
শিরোনাম :
ফেনীতে লুট হওয়া অস্ত্র উদ্ধার করতে না পারা আমাদের ব্যর্থতা : পুলিশ সুপার ফেনীতে সাংবাদিকতায় দিনব্যাপী বুনিয়াদি প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত ভালুকায় রাজৈ সজনগাও যুব সমাজের উদ্যোগে খেলা ও মেলা অনুষ্ঠিত মানিকগঞ্জে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে বিভক্তি: পদত্যাগ ও অবরোধের হুমকি মানিকগঞ্জে সীমানা বিরোধে প্রতিবেশীকে কুপিয়ে জখম ফেনী সদরের হোটেল শ্রমিকদের মিছিল ও সমাবেশ এটিএম আজহারুল ইসলামের মুক্তির দাবিতে ফেনীতে জামায়াতের বিক্ষোভ মিছিল ফেনীতে মহাসড়ক দুর্ঘটনায় নিহত সবাই ছিলেন নির্মাণশ্রমিক চাকরিতে পুনর্বহালসহ গ্রামীণফোনের কর্মীদের তিন দফা দাবিতে সংবাদ সম্মেলন বাংলাদেশে এখনো হুমকি-হামলার শিকার হচ্ছেন সাংবাদিকেরা: সিপিজে

নবীনগরে নারী ও শিশু নির্যাতন, যৌতুক প্রতিরোধে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে আলোচনা সভা

প্রতিবেদকের নাম
  • প্রকাশিত : রবিবার, জানুয়ারি ১৯, ২০২৫
  • 68 শেয়ার

মোহাম্মাদ হেদায়েতুল্লাহ্
ব্রাহ্মণবাড়ীয়ার নবীনগর উপজেলার ইব্রাহিমপুর মডেল মসজিদে, বাংলাদেশ ইসলামিক ফাউন্ডেশন ধর্ম বিষয়ক মন্ত্রণালয়,
মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম-এর কেয়ারটেকার, প্রকল্পের সকল কেন্দ্র শিক্ষক শিক্ষিকা গনের উপস্থিতিতে, নারী ও শিশু নির্যাতন, মানব পাচার ও যৌতুক প্রতিরোধে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে ।

রবিবার সকালে উপজেলা মডেল মসজিদের ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রে সকল শিক্ষক শিক্ষিকা গনের উপস্থিতিতে, এই জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে ।

নবীনগর ইসলামিক ফাউন্ডেশনের ফিল্ড সুপারভাইজার মোঃ মুদ্দাছির মিয়ার সভাপতিত্বে উক্ত জনসচেতনতা মূলক আলোচনা সভায় বক্তব্য রাখেন, ইব্রাহিমপুর ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ আলহাজ্ব মুফতি এনামুল হক কুতুবী।
মুফতি এনামুল হক কুতুবী, তিনি তার বক্তব্য বলেন, আমাদের শিশুর জীবন গঠনে পরিবারের ভূমিকা অত্যান্ত গুরুত্বপূর্ণ,শিশুর জীবনের প্রথম শিক্ষা শুরু হয় তার নিজ গৃহে, আর গৃহে অবস্থানকারী সদস্যরাই তার প্রথম শিক্ষক, শিশু তাদের দেখেই জীবনের প্রথম শিক্ষা নেয়, সেখান থেকেই সে ভাষা, আচর,আচরণ, শৃঙ্খলাবোধ, নিয়মানুবর্তিতা, পরস্পরের প্রতি দয়া, মায়া স্নেহ ও সহানুভূতি, বড়দের সম্মান, ছোটদের স্নেহ, ধর্ম বিশ্বাস ইত্যাদি গুণাবলী শিখবে।

তাই শিশুর মা বাবা হলো শিশুর শিক্ষার বুনিয়াদ, মা বাবা শিশুকে যেভাবে শিক্ষা দেবে, শিশুর সেভাবে তা শিখবে। আর শিশুরা হল জাতির ভবিষ্যৎ কর্ণধার, এবং শিশুরা হচ্ছে ভবিষ্যৎ প্রজন্মের দরজা স্বরূপ, দরজা দিয়ে যার যা প্রবেশ করবে ঘর থেকে তাই বের হবে।
তাই শিশু বয়সে শিক্ষাই হচ্ছে বুনিয়াদি শিক্ষা, এ সময়ে যা শিখে তা সারাজীবন স্মরণ থাকবে।

উক্ত অনুষ্ঠানে অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন ইসলামিক ফাউন্ডেশনের উপজেলা মডেল কেয়ারটেকার মাওলানা শাহ্ রেদওয়ান, সাধারণ কেয়ারটেকার মাওলানা রুহুল আমিন, মাওলানা জামির হোসেন, মাওলানা কামাল উদ্দিন ।

এ সম্পর্কিত আরো সংবাদ
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০