ঢাকা   ১৫ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ । ১লা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
শিরোনাম :
দৈনিক বিজনেস ফাইল ই-পেপার (বুধবার, ১৫ জানুয়ারি ২০২৫) শতাধিক পণ্য ও সেবার উপর মূল্য সংযোজন কর সম্পূরক শুল্ক বৃদ্ধি করায় বৈষম্যবিরোধী সংস্কার পরিষদের সংবাদ সম্মেলন ভারত থেকে বিপুল পরিমাণ জ্বালানি কিনছে বাংলাদেশ, খরচ ১১৩৭ কোটি সংসদ হবে দ্বিকক্ষবিশিষ্ট, আসন থাকবে ৫০৫টি নাইজেরিয়ায় সশস্ত্র গোষ্ঠীর হামলায় ৪০ কৃষক নিহত দক্ষিণ আফ্রিকায় সোনার খনিতে শতাধিক শ্রমিক নিহত জুলাইয়ের মধ্যেই নির্বাচন চায় বিএনপি বৈষম্যহীন ঐক্য পরিষদের পক্ষে গণজোয়ার সৃষ্টি হয়েছে ফরেন লোন বিষয়ক বাংলা ভাষায় নিঁখুত ও পূর্নাঙ্গ লেখার লেখক Abdullah Al Masum…. দৈনিক বিজনেস ফাইল ই-পেপার (মঙ্গলবার, ১৪ জানুয়ারি ২০২৫)

নতুন উদ্যোক্তা প্রশিক্ষণ প্রদানের জন্য ৭টি প্রতিষ্ঠান

নির্মল বার্তা
  • প্রকাশিত : শুক্রবার, অক্টোবর ৯, ২০২০
  • 124 শেয়ার
উদ্যোক্তা

নতুন উদ্যোক্তা প্রশিক্ষণ প্রদানের জন্য বেশ কিছু সরকারি বেসরকারি প্রতিষ্ঠান রয়েছে। যেখানে উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ এবং আত্মকর্মী হতে সাহায্য করা হয়। এছাড়া, উদ্যোক্তা তৈরি ও নতুন উদ্যোক্তা লোণ পেতে সহায়তা করে থাকে।

অনেকের স্বপ্ন থাকে উদ্যোক্তা হওয়ার কিন্তু যথাযথ প্রশিক্ষণের অভাবে অনেক উদ্যোক্তা ব্যর্থ হয়। যে সমাজ ও দেশে উদ্যোক্তার সংখ্যা যত বেশি, সে সমাজ বা দেশ অর্থনৈতিকভাবে তত উন্নত। বাংলাদেশে আত্ম-কর্মস্থানে সহায়তাকারী বেশ কিছু প্রতিষ্ঠান আছে।

এ সকল প্রতিষ্ঠান উদ্যোক্তাদের দক্ষতা উন্নয়নের প্রশিক্ষণ দান, ক্ষুদ্র ব্যবসায় স্থাপনের জন্য ক্ষুদ্র ঋণ প্রদান প্রভৃতি কার্যক্রমের মাধ্যমে দুস্থ লোকদের আয়ের সুযোগ সৃষ্টি করেছে। এগুলোর মধ্যে বাংলাদেশ ইন্সটিটিউট অব ম্যানেজমেন্ট, মহিলা বিষয়ক মন্ত্রণালয় উল্লেখযোগ্য। নিচে এ নিয়ে বিস্তারিত আলোচনা করা হল।

১. বাংলাদেশ ইন্সটিটিউট অব ম্যানেজম্যান্ট (Bangladesh Institute of Management) ওয়েবসাইট: www.bim.gov.bd

বাংলাদেশ ম্যানেজম্যান্ট ইন্সটিটিউট শিল্প মন্ত্রণালয়ের অধীন একটি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান। নির্দিষ্ট ফি-এর বিনিময়ে এটি আত্মকর্মসংস্থান ও উদ্যোগ উন্নয়নের বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ দিয়ে থাকে। প্রধান প্রধান কর্মসূচির মধ্যে রয়েছে ক্ষুদ্র শিল্প স্থাপন প্রক্রিয়া ও ব্যবস্থাপনা, নতুন শিল্প প্রতিষ্ঠাকরণ, মহিলা উদ্যোক্তা উন্নয়ন প্রভৃতি।

২. ক্ষুদ্র ও মাঝারি শিল্প ফাউন্ডেশন (এসএমইএফ) ওয়েবসাইট: www.smef.gov.bd

এসএমই ফাউন্ডেশন ক্ষুদ্র ও মাঝারী শিল্প উদ্যোক্তাদের প্রশিক্ষণ ও উন্নতির লক্ষ্যে ভূমিকা পালন করে। তারা বিভিন্ন ক্ষুদ্র ও মাঝারী উদ্যোক্তাদের প্রশিক্ষণ প্রদান করে থাকে।

৩. যুব উন্নয়ন অধিদপ্তর ওয়েবসাইট: www.dyd.gov.bd

যুব প্রশিক্ষণ কেন্দ্র, যুব ও ক্রীড়া মন্ত্রণালয় কর্তৃক পরিচালিত প্রশিক্ষণ কেন্দ্র। দেশের প্রতিটি থানায় এর কেন্দ্র রয়েছে। এ সকল কেন্দ্রের মাধ্যমে বেকার যুবক যুবতীদেরকে বিভিন্ন পেশায় প্রশিক্ষণ দেওয়া হয়, যেমন- হাঁস মুরগির খামার তৈরি, মৎস্য চাষ, সবজি বাগান, নার্সারি করা, সেলাইয়ের কাজ, কুটির শিল্প, কম্পিউটারের কাজ প্রভৃতি। এ সকল বিষয়ে প্রশিক্ষণ নিয়ে অনেকে সফল উদ্যোক্তা হয়েছে।

৪. জাতীয় কম্পিউটার প্রশিক্ষণ ও গবেষণা একাডেমী (Nactar) ওয়েবসাইট: www.nactar.gov.bd

নেকটার শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক পরিচালিত একটি প্রতিষ্ঠান। বিভিন্ন ধরনের কম্পিউটার প্রোগ্রামিং ও কম্পিউটার চালনা শিক্ষা দেওয়াই এ প্রতিষ্ঠানের প্রধান কাজ। এ প্রতিষ্ঠান থেকে প্রশিক্ষণ গ্রহণ করেও শিক্ষিত বেকার যুবক-যুবতী আত্মকর্মসংস্থানের সুযোগ করে নিয়েছে। বিশেষ করে আউটসোসিং প্রতিষ্ঠান বা দোকান দিয়ে ভাল টাকা আয় করে থাকে।

৫. বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশন ওয়েবসাইট: www.bscic.gov.bd

স্কিটি প্রকল্পের আওতায় বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশন বিভিন্ন প্রশিক্ষণ দিয়ে থাকে।

৬. বাংলাদেশ পল্লি উন্নয়ন বোর্ড (Bangladesh Rural Development Board) ওয়েবসাইট: www.brdb.gov.bd

বাংলাদেশ পল্লি উন্নয়ন বোর্ড বা বিআরডিবি গ্রামের নারী-পুরুষদের আত্মকর্মসংস্থানের জন্য বিভিন্ন বৃত্তিমূলক প্রশিক্ষণ দিয়ে থাকে যাতে প্রশিক্ষণ গ্রহণের পর তারা স্বাধীনভাবে একটি পেশা বেছে নিয়ে উপার্জন করতে পারে। দেশের সকল জেলা ও উপজেলায় বিআরডিবির কার্যক্রম বিস্তৃত।

৭. মহিলা বিষয়ক মন্ত্রণালয় (Ministry of Women Affairs)
মহিলা বিষয়ক মন্ত্রণালয় মূলত মহিলাদের জন্য উন্নয়ন কর্মসূচি গ্রহণ করে থাকে। বিশেষ করে গ্রামের দুস্থ, শিক্ষিত, অর্ধ-শিক্ষিত মহিলাদেরকে স্ব-কর্মসংস্থানের সুযোগ করে দেওয়া এর মূল উদ্দেশ্য। এটি উদ্যোগী মহিলাদের কারিগরি দক্ষতা উন্নয়নের লক্ষ্যে অনানুষ্ঠানিক কারিগরি ও প্রযুক্তিগত প্রশিক্ষণের ব্যবস্থা করে।

আলোচ্য প্রতিষ্ঠানসমূহ বিভিন্ন ধরনের প্রশিক্ষণ কর্মসূচি গ্রহণ করে আত্মকর্মসংস্থান সৃষ্টিতে সহায়ক ভূমিকা পালন করছে। তাদের এ কার্যক্রমের ফলে দেশের অর্থনৈতিক উন্নয়ন সাধিত হচ্ছে। এখানে শুধুমাত্র সরকারি কিছু প্রতিষ্ঠান নিয়ে আলোচনা করা হয়েছে। এর বাহিরে অসংখ্য বেসরকারি প্রতিষ্ঠান রয়েছে যারা নতুন উদ্যোক্তা প্রশিক্ষণ দিয়ে থাকে।

এ সম্পর্কিত আরো সংবাদ
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০