ঢাকা   ১৯শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ । ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
শিরোনাম :
বালু খেকোদের অভয়ারণ্য বাজিতপুরের দিলালপুর কুমারখালীতে বর্ণাঢ্য আয়োজনে তারুণ্যের উৎসব উদযাপন ফায়ার সার্ভিসের ছয় কর্মকর্তার পদোন্নতি আগামী ১৮ জানুয়ারি সোনারগায়ে মাসব্যাপী লোকজ মেলা শুরু ভালুকায় দুর্ধর্ষ ডাকাতি, টাকা-সোনা লুট কেরানীগঞ্জে ৩০০ বছরের পুরনো ঐতিহ্যবাহী পৌষ সংক্রান্তি মেলা, রক্ষাকালী মায়ের বাৎসরিক পূজা ও ঘুড়ি উৎসব নিকলী উপজেলা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন: সভাপতি মিঠু, সম্পাদক হেলিম বিআইএ নির্বাচন: উৎসবমুখর পরিবেশে চলছে মনোনয়নপত্র দৈনিক বিজনেস ফাইল ই-পেপার (বুধবার, ১৫ জানুয়ারি ২০২৫) শতাধিক পণ্য ও সেবার উপর মূল্য সংযোজন কর সম্পূরক শুল্ক বৃদ্ধি করায় বৈষম্যবিরোধী সংস্কার পরিষদের সংবাদ সম্মেলন

দ্রুত দেশে স্থিতিশীলতা ফিরিয়ে আনার জন্য সকলের প্রতি ১২ দলীয় জোট নেতাদের আহ্বান

প্রতিবেদকের নাম
  • প্রকাশিত : বুধবার, আগস্ট ৭, ২০২৪
  • 117 শেয়ার

বিজনেস ফাইল প্রতিবেদক
দেশে চলমান সহিংসতা এবং নৈরাজ্য বন্ধের আহ্বান জানিয়েছেন ১২ দলীয় জোটের শীর্ষ নেতৃবৃনদ । আজ বুধবার ১২ দলীয় জোটের সমন্বয়ক সৈয়দ এহসানুল হুদা স্বাক্ষরিত এক বিবৃতিতে এ আহ্বান জানান জোট নেতারা।
নেতারা বলেন, প্রতিটি রাজনৈতিক দল ও দেশের সচেতন নাগরিকদের এই নৈরাজ্য থেকে সকলকে বিরত রাখার জন্য কার্যকর ভূমিকা নিতে হবে। নতুন বাংলাদেশ বিনির্মাণে এই ক্রান্তিলগ্নে এই ধরনের কর্মকাণ্ডের সাথে যারা জড়িত, তারা দুষ্কৃতকারী ও অসাধু উদ্দেশ্যে দেশকে নৈরাজ্যকর ও অস্থিতিশীল করার জন্য লিপ্ত।
নেতারা, ছাত্র-জনতার এক অভূতপূর্ব অভ্যূত্থানের মধ্য দিয়ে স্বৈরাচার হাসিনা সরকারের পতনের পর বাংলাদেশকে নতুন করে গড়ে তোলার সুযোগ এসেছে। সেই লক্ষ্যকে সামনে রেখেই অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা প্রয়োজন। গত ১৫ বছরের ধ্বংসস্তুপের উপর দাঁড়িয়ে এই সরকারকেই নতুন বাংলাদেশ গড়ার প্রথম দায়িত্ব নিতে হবে। দৃঢ়তার সঙ্গে সেই চ্যালেঞ্জ মোকাবেলা করেই এই সরকারকে ভেঙে পড়া রাষ্ট্র কাঠামো সংস্কার করতে হবে।

নেতৃবৃন্দ বলেন রাজনৈতিক চ্যালেঞ্জ মোকাবেলা করে একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ, অংশগ্রহণমূলক তথা সকল পক্ষের জন্য গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে জনগণের প্রতিনিধিদের হাতে ক্ষমতা হস্তান্তর করতে হবে অন্তর্বর্তী সরকারকে। রাজনৈতিক এই চ্যালেঞ্জগুলোকে রাজনৈতিকভাবে মোকাবেলা করতে হবে।
নতুন সরকারকে সর্বাত্মক সহযোগিতার আহ্বান জানিয়ে জোট নেতারা বলেন, ২৪ এর ছাত্র-জনতার অভ্যূত্থানের নেতৃত্ব দেয়া বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এবং অন্যান্য অংশীজনদের প্রস্তাবের ভিত্তিতে গঠিত সরকারকে সহযোগিতার মাধ্যমে ভেঙে পড়া রাষ্ট্রকে নতুন করে গড়ে তোলার দায়িত্ব আমাদের সবার। সকল পক্ষকে অন্তর্বর্তীকালীন সরকারকে সর্বাত্মক সহযোগিতার আহ্বান জানান তারা।

বিবৃতিতে স্বাক্ষর করেন ১২ দলীয় জোট প্রধান জাতীয় পার্টির চেয়ারম্যান মোস্তফা জামাল হায়দার জোটের মুখপাত্র বাংলাদেশ এলডিপির মহাসচিব শাহাদাত হোসেন সেলিম, বাংলাদেশ জাতীয় দলের চেয়ারম্যান সৈয়দ এহসানুল হুদা জমিয়তে ওলামায়ে ইসলাম বাংলাদেশ এর মহাসচিব মুফতি গোলাম মহিউদ্দিন ইকরাম বিকল্পধারা বাংলাদেশের চেয়ারম্যান অধ্যাপক নুরুল আমিন বেপারী, জাতীয় গণতান্ত্রিক পার্টি জাগপার সহ-সভাপতি রাশেদ প্রধান, লেবার পার্টির চেয়ারম্যান ফারুক রহমান, বাংলাদেশ কল্যাণ পার্টির চেয়ারম্যান শামসুদ্দিন পারভেজ, ইসলামী ঐক্যজুটের চেয়ারম্যান মাওলানা আব্দুর রকিব, ইসলামিক পার্টির মহাসচিব আবুল কাশেম, পিএনপির চেয়ারম্যান ফিরোজ মোঃ লিটন ও নয়া গণতান্ত্রিক পার্টির সভাপতি মাস্টার এম এ মান্নান।

এ সম্পর্কিত আরো সংবাদ
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০