ঢাকা   ১৯শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ । ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
শিরোনাম :
বালু খেকোদের অভয়ারণ্য বাজিতপুরের দিলালপুর কুমারখালীতে বর্ণাঢ্য আয়োজনে তারুণ্যের উৎসব উদযাপন ফায়ার সার্ভিসের ছয় কর্মকর্তার পদোন্নতি আগামী ১৮ জানুয়ারি সোনারগায়ে মাসব্যাপী লোকজ মেলা শুরু ভালুকায় দুর্ধর্ষ ডাকাতি, টাকা-সোনা লুট কেরানীগঞ্জে ৩০০ বছরের পুরনো ঐতিহ্যবাহী পৌষ সংক্রান্তি মেলা, রক্ষাকালী মায়ের বাৎসরিক পূজা ও ঘুড়ি উৎসব নিকলী উপজেলা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন: সভাপতি মিঠু, সম্পাদক হেলিম বিআইএ নির্বাচন: উৎসবমুখর পরিবেশে চলছে মনোনয়নপত্র দৈনিক বিজনেস ফাইল ই-পেপার (বুধবার, ১৫ জানুয়ারি ২০২৫) শতাধিক পণ্য ও সেবার উপর মূল্য সংযোজন কর সম্পূরক শুল্ক বৃদ্ধি করায় বৈষম্যবিরোধী সংস্কার পরিষদের সংবাদ সম্মেলন

দ্বিতীয়বারের স্বাধীনতার ফসল হিসেবে এগিয়ে যেতে হবে: শেখ মুজিবুর রহমান ইকবাল

প্রতিবেদকের নাম
  • প্রকাশিত : বৃহস্পতিবার, নভেম্বর ১৪, ২০২৪
  • 51 শেয়ার

বাজিতপুর (কিশোরগঞ্জ) সংবাদদাতা
কিশোরগঞ্জের নিকলী উপজেলার গুড়ই ইউনিয়নে ইউনিয়ন বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বাজিতপুর উপজেলা বিএনপির আহ্বায়ক, জেলা বিএনপির সহ-সভাপতি ও বিএনপির নির্বাহী কমিটির সদস্য শেখ মুজিবুর রহমান ইকবাল প্রধান অতিথি হিসেবে বক্তব্যকালে বলেন, ছাত্র জনতার আন্দোলনে সাড়ে পনেরো বছর পর দ্বিতীয়বারের মতো স্বাধীনতার ফসল হিসেবে আমাদেরকে এগিয়ে যেতে হবে। তিনি বলেন, বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া, ভারপ্রাপ্ত সভাপতি তারেক জিয়াকে মামলা থেকে রেহাই না পাওয়া পর্যন্ত সংসদ নির্বাচন হতে পারে না। তিনি আরও বলেন, ছাত্র আন্দোলনে ফ্যাসিবাদ সরকারের পতনের কারণে আজ আমরা একটি স্বাধীন দেশ দ্বিতীয়বারের মতো দেখতে পারছি। এছাড়া মুক্তভাবে সভা সমাবেশ করতে পারছি।
এসময় আরও বক্তব্য রাখেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম মাজহার, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক হাজী ইসরাইল মিয়া, নিকলী উপজেলা বিএনপির আহ্বায়ক এড. বদরুল মোমেন মিঠু, বাজিতপুর উপজেলা বিএনপির ১নং যুগ্ম আহ্বায়ক মনিরুজ্জামান মনির, এড. মানিক মিয়া, বীর মুক্তিযোদ্ধা মো. মানিক, ডা. কফিল উদ্দিন, যুগ্ম আহ্বায়ক মো. সাইফুল ইসলাম, যুবদলের সদস্য সচিব মো. সাইফুল ইসলাম প্রমুখ।
এই সম্মেলনটি সভাপতিত্ব করেন গুড়ই ইউনিয়ন বিএনপির আহ্বায়ক ও সাবেক চেয়ারম্যান মো. আবু তাহের। অনুষ্ঠানটি পরিচালনা করেন গুড়ই ইউনিয়ন বিএনপি সদস্য সচিব মো. জামাল উদ্দিন ।

এ সম্পর্কিত আরো সংবাদ
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০