ঢাকা   ২২শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ । ৯ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ
শিরোনাম :
ফেনী সদরের হোটেল শ্রমিকদের মিছিল ও সমাবেশ এটিএম আজহারুল ইসলামের মুক্তির দাবিতে ফেনীতে জামায়াতের বিক্ষোভ মিছিল ফেনীতে মহাসড়ক দুর্ঘটনায় নিহত সবাই ছিলেন নির্মাণশ্রমিক চাকরিতে পুনর্বহালসহ গ্রামীণফোনের কর্মীদের তিন দফা দাবিতে সংবাদ সম্মেলন বাংলাদেশে এখনো হুমকি-হামলার শিকার হচ্ছেন সাংবাদিকেরা: সিপিজে ২১ ফেব্রুয়ারি থেকে মেট্রোরেল বন্ধের হুমকি শেখ হাসিনার বিরুদ্ধে তদন্ত ২০ এপ্রিলের মধ্যে শেষ করার নির্দেশ সাবেক স্বাস্থ্য সচিব জাহাঙ্গীর আলম গ্রেফতার ফেনীতে বিএনপির জনসভায় যা বললেন জাতীয় স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ ‘মব সৃষ্টিকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হচ্ছে’

দেবী দূর্গা আসছে

কনক চন্দ্র বর্মন
  • প্রকাশিত : বৃহস্পতিবার, অক্টোবর ১৫, ২০২০
  • 306 শেয়ার
কনক
কনক চন্দ্র বর্মন, সম্পাদক ও প্রকাশক, দেশের আলো

কাশফুলের নড়াচড়াই নয়, ঢেঁকির ধুপধুাপ শব্দ ও বলে দেবী দূর্গা আসছে।

শরৎ মানেই পরিষ্কার নীল আকাশে ভেসে চলা সাদা সাদা মেঘের ভেলা, মন-প্রাণ মাতানো কাশবন ও শিউলি ফুলের গন্ধ বলে এসেছে শারদীয় দুর্গোৎসব।

সেই সঙ্গে বাংলায় শরৎ মানেই ঢ্যাম কুড় কুড় ঢাকের তাল, গ্রামের বাড়ীতে ঢেঁকির পাড়ে ধুম পড়তে থাকে নতুন ধানের চাল-আটা ও হরেক রকম নাস্তা তৈরির কাজ।

মহামায়ার আগমনে চারিদিকে তাই জমেছে বর্ণাঢ্য আনন্দময় উৎসব। সকল স্থানে হৃদয়ের উচ্ছল মুখরতা। বর্ণিল আবহে চলছে পুজোর আয়োজন। গ্রামের হিন্দু পাড়াগুলোতে নেই কোন ব্যতিক্রম, পূজা মানেই তাদের কাছে যেন ঢেঁকির ধুপধাপ শব্দে হরেক রকম নাস্তা তৈরর কারুকার্য।

কি সকাল কি বিকেল সাড়া দিন জুড়ে চলছে ঢেঁকি তে চাউল চিড়া, ধান চিড়া, জলচিড়া সহ নাস্তা তৈরির কাজ । এমনি কি ঢেঁকিতে তৈরি করা আটা দিয়ে পূজা উপলক্ষে ঘরে প্রস্তুত হবে পুলি, ভাপা, পাটিসাপটা, তেলে ভাজা, চিতইসহ নানা ধরনের বাহারি পিঠা-পুলি।

কাশফুলের নড়াচড়াই নয়, ঢেঁকির ধুপধুাপ শব্দ ও বলে দেবী দূর্গা আসছে

পিঠার গন্ধ ছড়িয়ে পড়বে এক গ্রাম থেকে অন্য গ্রামে। সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় শ্রী দুর্গা পূজা। এই বছর মহামায়া জগতজননী শ্রীদুর্গার আগমন ঘটেছে ঘোড়ায়।

হিন্দু পঞ্জিকামতে এবার দুর্গোৎসবের আনুষ্ঠানিকতা শুরু হবে ২১ অক্টোবর। অর্থাৎ ৪ ঠা কার্তিক বুধবার পঞ্চমী পড়েছে। সেদিন বিকেলে হবে দেবী দুর্গার বোধন। ২২ অক্টোবর পড়ছে মহাষষ্ঠী। মহাসপ্তমী পড়ছে ২০২০ সালের ২৩ অক্টোবর ।

মহাঅষ্টমী পড়ছে ২০২০ সালের ২৪ অক্টোবর। সেদিন পড়ছে ৭ কার্তিক। সেদিনই থাকছে কুমারী পূজা থেকে সন্ধিপুজোর তিথি। নবমীর দিন পড়ছে রবিবার ২৫ অক্টোবর। সেদিন থাকছে নবমীর হোম ও বলিদানের তিথিও। এবং দশমী পড়ছে ২৬ অক্টোবর।

বাঙালি হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গা পূজা। পাঁচদিনের এই শারদীয় দুর্গা পূজার আনুষ্ঠানিকতা শেষ হবে বিজয়া দশমীর মধ্যে।

এ সম্পর্কিত আরো সংবাদ
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০