ঢাকা   ২২শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ । ৮ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
শিরোনাম :
বাজিতপুর যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক মজতুবা আলী জাহাঙ্গীর দায়িত্ব পাওয়ায় আনন্দ মিছিল ঢাকা মহানগর দক্ষিণ কদমতলী থানার ৫২নং ওয়ার্ড যুবদলের কর্মী সভা অনুষ্ঠিত বিভিন্ন অনিয়ম-দুর্নীতি করেও প্রতিষ্ঠানে এখনো বহাল প্রধান শিক্ষক-হাফিজুর রহমান দ্রুত সংস্কার শেষে এফবিসিসিআই নির্বাচন দিন আজিমপুর গণপূর্তের নির্বাহী প্রকৌশলী ও ঠিকাদার সমিতির নেতৃবৃন্দের মতবিনিময় সভা কিশোরগঞ্জে প্রাথমিকের অধিকাংশ শ্রেণীর শিক্ষার্থীরা বই না পেয়ে হতাশায় ভালুকায় শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৮৯তম জন্মবার্ষিকী পালিত দৈনিক বিজনেস ফাইল ই-পেপার (সোমবার, ২০ জানুয়ারি ২০২৫) রুহুল কবির রিজভী আহমেদ-এর সাথে ভালুকা শিক্ষক সমিতির নেতৃবৃন্দের সাক্ষাৎ নবীনগরে নারী ও শিশু নির্যাতন, যৌতুক প্রতিরোধে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে আলোচনা সভা

ঢাকা মহানগর দক্ষিণ কদমতলী থানার ৫২নং ওয়ার্ড যুবদলের কর্মী সভা অনুষ্ঠিত

প্রতিবেদকের নাম
  • প্রকাশিত : মঙ্গলবার, জানুয়ারি ২১, ২০২৫
  • 31 শেয়ার

মো. আশিক
ঢাকা মহানগর দক্ষিণ কদমতলী থানার ৫২ নং ওয়ার্ড যুবদলের কর্মী সভা-২০২৫ অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের আহ্বায়ক খন্দকার এনামুল হক এনাম। দক্ষিণ প্রধান বক্তা ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের সদস্য সচিব রবিউল ইসলাম নয়ন।
বিশেষ ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক এম.এ গাফফার, যুগ্ম আহ্বায়ক ইকবাল হোসেন বাবলু, যুগ্ম আহ্বায়ক মোঃ মুকিত হোসাইন যুগ্ম আহ্বায়ক, দপ্তর সম্পাদক মোঃ শাহজাহান চৌধুরী, কদমতলী থানা যুবদলের আহ্বায়ক মোঃ আলমগীর হোসেন আহ্বায়ক, সদস্য সচিব মোঃ জাহাঙ্গীর আলম টুটুল, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোঃ শফিকুর রহমান দারা প্রমুখ।
সভাপতিত্ব করেন কদমতলী থানা ৫২ নং ওয়ার্ড যুবদলের আহ্বায়ক মাহমুদ আলী সানি। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন ৫২ নং ওয়ার্ড যুবদলের সদস্য সচিব সাজু আহমেদ শান্ত ।


কর্মী সভায় কদমতলী থানা যুবদল নেতা তুষারসহ স্থানীয় বিএনপির অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

কর্মী সভায় যুবদলের নেতাকর্মীদের ঐক্যবন্ধ থেকে সব ষড়যন্ত্র রুখে দেওয়া আহ্বান জানিয়ে বক্তারা বলেন, স্বৈরাচারী শেখ হাসিনা এবং তার দোসরদের আর বাংলাদেশে স্থান দেওয়া হবে না। যারা বসন্তের কোকিল হয়ে সংস্কারপন্থী হয়ে বিএনপিতে ঢুকে বিশৃঙ্খলা সৃষ্টি করে দলের বদনাম করতে চায় তাদেরকে ছাড় দেওয়া হবে না। তারুণ্যের অহংকার তারেক রহমানের নেতৃত্বে আগামীর স্বপ্নের বাংলাদেশ গড়ার লক্ষ্যে রাজপথে আছে যুবদলের সকল নেতাকর্মীরা। সবাইকে দেশ ও জনগণের কল্যাণে কাজ করতে হবে। এছাড়াও নেতাকর্মীদের চলমান রাজনৈতিক পরিস্থিতি মোকাবিলায় ঐক্যবদ্ধ থাকার তাগিদ দেওয়া হয়।

এ সম্পর্কিত আরো সংবাদ
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০