ঢাকা   ১২ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ । ২৭শে ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ
শিরোনাম :
চাঁদাবাজি ও তদবির বাণিজ্যর অভিযোগে সোনালী ব্যাংকের সিবিএ নেতা আটক কটিয়াদীতে গণহত্যা ও স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে উপজেলা প্রশাসনের প্রস্তুতি সভা জাতীয় স্কুল ক্রিকেট টুর্নামেন্টে জাহানারা উচ্চ বিদ্যালয় জেলা চ্যাম্পিয়ন ফেনীর ফুলগাজীতে শিশু ধর্ষণের চেষ্টা, চা দোকানদার গ্রেপ্তার বাজিতপুরে বিশিষ্ট ব্যক্তিদের সম্মানে জামায়াতের ইফতার মাহফিল অনুষ্ঠিত দেশে কিডনি রোগীর প্রায় ৩ কোটি ৮০ লাখ, স্বাস্থ্যসম্মত জীবনযাপনে কিডনি রোগ এড়ানো সম্ভব ফেনীতে মোবাইল কোর্টের অভিযানে ১৫ মামলা, জরিমানা ৫১ হাজার ৫০০ টাকা ডাকাতির প্রস্তুতিকালে ফেনী ফাজিলপুর হাইওয়ে পুলিশের হাতে আটক ৫ বিজনেস ফাইলের স্টাফ রিপোর্টার গোলাম মোস্তফার চাচা আর নেই কুষ্টিয়া জেলা আইনজীবী সমিতির উদ্যোগে আলোচনা সভা

ডাকাতির প্রস্তুতিকালে ফেনী ফাজিলপুর হাইওয়ে পুলিশের হাতে আটক ৫

প্রতিবেদকের নাম
  • প্রকাশিত : মঙ্গলবার, মার্চ ১১, ২০২৫
  • 53 শেয়ার

আব্দুল্লাহ আল মামুন, ফেনী
ঢাকা চট্টগ্রাম মহাসড়কের ফেনীর মহুরিগঞ্জ এলাকায় ডাকাতির প্রস্তুতি কালে ৫ ডাকাতকে আটক করা হয়েছে।
রবিবার (১০ মার্চ) গভীর রাতে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের মহুরিগঞ্জ থেকে হাইওয়ে পুলিশ তাদের আটক করে।
সোমবার বিকেলে মহিপাল হাইওয়ে পুলিশ কনফারেন্স রুমে কুমিল্লা রেঞ্জ হাইওয়ে পুলিশ সুপার (অতিরিক্ত ডিআইজি) খায়রুল আলম এক সাংবাদিক সম্মেলনে জানান, মহাসড়কে ডাকাতি ছিনতাই নিয়ন্ত্রণে হাইওয়ে পুলিশের একাদিক টিম কাজ করছে। এরই ধারাবাহিকতায় গতকাল রাতে হাইওয়ে পুলিশের টহলকারী দল একটি প্রাইভেটকারের গতিবিধি সন্দেহ জনক হওয়ায় প্রাইভেট কারটিকে সংকেত দিলে প্রাইভেট কারটি পালিয়ে যাওয়ার সময় দাওয়া করে প্রাইভেট কার সহ ৫ ডাকাতকে আটক করে।
আটককৃতরা হচ্ছে চট্টগ্রাম জেলার সীতাকুÐ উপজেলার আবুল খায়েরের ছেলে, জামাল (৪২) রবিউল হকের ছেলে, সুলাইমান (৩৮) বদিউজ্জামানের ছেলে লোকমান হোসেন (৩০) শাহাজানের ছেলে, নাহিদ (২৫) ও নোয়াখালী জেলার সুবর্নচর উপজেলার মোশাররফ হোসেনের ছেলে, ইলিয়াস (২৬)।
পুলিশ সুপার খায়রুল আলম দৈনিক বিজনেস ফাইল কে জানান, আটককৃত ৫ ডাকাতের নামে চট্টগ্রাম, নোয়াখালী সহ বিভিন্ন থানায় একাদিক ডাকাতির মামলা রয়েছে। তারা সকলে অন্তজেলা ডাকাত দলের সদস্য। আটককৃত প্রাইভেট কার থেকে ডাকাতির কাজে ব্যাবহুত একাদিক দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। সংবাদ সম্মেলনে ফেনী মহুরিগঞ্জ হাইওয়ে পুলিশের ওসি জাকারিয়া, মহিপাল হাইওয়ে পুলিশের ওসি হারুন উর রশিদ সহ হাইওয়ে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা বৃন্দ উপস্থিত ছিলেন।
পুলিশ সুপার খায়রুল আলম দৈনিক বিজনেস ফাইল কে আরো জানান, রমজানের ঈদকে সামনে রেখে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক নিরাপত্তার সার্থে হাইওয়ে পুলিশের একাদিক টিম ২৪ ঘন্টা দায়িত্ব পালন করেছে। গতকাল রবিবার রাতে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা অংশে তিনটি স্থান থেকে ডাকাতি প্রস্তুতি কালে তিন পুলিশ টিম ডাকাতদের আটক করেন।

এ সম্পর্কিত আরো সংবাদ
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০