ঢাকা   ১৯শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ । ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
শিরোনাম :
বালু খেকোদের অভয়ারণ্য বাজিতপুরের দিলালপুর কুমারখালীতে বর্ণাঢ্য আয়োজনে তারুণ্যের উৎসব উদযাপন ফায়ার সার্ভিসের ছয় কর্মকর্তার পদোন্নতি আগামী ১৮ জানুয়ারি সোনারগায়ে মাসব্যাপী লোকজ মেলা শুরু ভালুকায় দুর্ধর্ষ ডাকাতি, টাকা-সোনা লুট কেরানীগঞ্জে ৩০০ বছরের পুরনো ঐতিহ্যবাহী পৌষ সংক্রান্তি মেলা, রক্ষাকালী মায়ের বাৎসরিক পূজা ও ঘুড়ি উৎসব নিকলী উপজেলা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন: সভাপতি মিঠু, সম্পাদক হেলিম বিআইএ নির্বাচন: উৎসবমুখর পরিবেশে চলছে মনোনয়নপত্র দৈনিক বিজনেস ফাইল ই-পেপার (বুধবার, ১৫ জানুয়ারি ২০২৫) শতাধিক পণ্য ও সেবার উপর মূল্য সংযোজন কর সম্পূরক শুল্ক বৃদ্ধি করায় বৈষম্যবিরোধী সংস্কার পরিষদের সংবাদ সম্মেলন

জামিনের দরখাস্ত দিয়ে লাভ নেই, আদালতে কামরুল ইসলাম

প্রতিবেদকের নাম
  • প্রকাশিত : সোমবার, ডিসেম্বর ৯, ২০২৪
  • 49 শেয়ার

বিজনেস ফাইল প্রতিবেদক
বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন, সাবেক খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম, সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন, ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) লালবাগ বিভাগের সাবেক উপ-কমিশনার মশিউর রহমান এবং গাজীপুর সিটি করপোরেশনের সাবেক ভারপ্রাপ্ত মেয়র আসাদুজ্জামান কিরণকে নতুন মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।

সোমবার (৯ ডিসেম্বর) সকালে আসামিদের আদালতে হাজির করে রাজধানীর পৃথক থানার পাঁচ মামলায় তাদের গ্রেপ্তার দেখানো আবেদন করে পুলিশ। শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. সেফাতুল্লাহ তাদের গ্রেপ্তার দেখানো আবেদন মঞ্জুর করেন। এরপর তাদের কারাগারে পাঠানো হয়।

রাজধানীর কামরাঙ্গীরচর থানার পৃথক দুই হত্যাচেষ্টার মামলায় কামরুল ইসলামকে, মতিঝিল থানার মামলায় রাশেদ খান মেননকে, চকবাজার থানার মামলায় চৌধুরী আব্দুল্লাহ আল মামুন ও মশিউর রহমানকে এবং উত্তরা পশ্চিম থানার মামলায় আসাদুজ্জামান কিরণকে গ্রেপ্তার দেখানো হয়।

শুনানিকালে অ্যাডভোকেট কামরুল ইসলামের আইনজীবী জামিন বিষয়ে শুনানি করতে চান। তখন আদালত বলেন, “জামিন শুনানি আমলি আদালতে করবেন।” এ সময় কামরুল ইসলাম তার আইনজীবীকে বলেন, “জামিনের দরখাস্ত দিয়ে লাভ নেই৷”

এরপর আবার কামরুল ইসলামের আইনজীবী আদালতকে বলেন, “আমাদের আরেকটা দরখাস্ত আছে। কামরুল ইসলাম তার ছেলের সাথে দেখা করতে চান। আপনি যদি একটু অনুমতি দেন।”

তখন আদালতকে কামরুল ইসলাম বলেন, “আমার ছেলে ডাক্তার। তার সাথে দেখা করা প্রয়োজন।”

শুনানি শেষে আদালত কামরুল ইসলামকে গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করেন এবং ছেলের সঙ্গে দেখা করার বিষয়ে পরে আদেশ দেবেন বলেন জানান।

এ সম্পর্কিত আরো সংবাদ
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০